নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট৷৷ আগরতলা সরকারী মেডিকেল কলেজের ইন্টার্নশীপ ডাক্তাররা কর্ম বিরতী পালনের পথে অগ্রহর হচ্ছে বলে জানা গিয়েছে৷ তাঁদের দাবী যে টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হয় তা বাড়াতে হবে৷ এই দাবীতে তাঁরা সোমবার কলেজের অধ্যক্ষ কে কে কুন্ডুকে স্মারক লিপি দিয়েছেন৷ এদিকে, অধ্যক্ষ সাফ জানিয়ে দিয়েছেন তাদের এই দাবী যুক্তিসংগত৷ কিন্তু, কর্ম বিরতী পালনের যে পথে তাঁরা হাটতে চলেছেন তা যুক্তিযুক্ত নয়৷ এই পথে অগ্রসর হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
সংবাদে প্রকাশ, বর্তমানে ইন্টার্নশীপ ডাক্তার রয়েছেন প্রায় একশ জন৷ তাঁরা প্রতিমাসে দশ হাজার টাকা পাচ্ছেন সাম্মানিক৷ তাদের দাবী এই টাকা অন্যান্য রাজ্যের তুলনায় কম৷ বারো হাজার টাকা করতে হবে৷ এই দাবী নিয়ে তাঁরা এদিন এজিএমসিতে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে অধ্যক্ষের সাথে দেখা করে স্মারক লিপি তুলে দিয়েছেন৷ তাঁরা হুমকি দিয়েছেন সাম্মানিক ভাতা বাড়ানো না হলে কর্মবিরতীর পথে হাটবেন৷ অন্যদিকে, অধ্যক্ষ কে কে কুন্ডু জানিয়েছেন, তাঁদের সাম্মানিক বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এই বিষয়ে প্রশাসনিক স্তরে প্রক্রিয়া চলছে৷ এরই মধ্যে এই ধরনের হুমকিকে তিনি কড়া মনোভাবের সঙ্গে দেখছেন৷ যদি কর্মবিরতীর পথে যান ইন্টার্নশীপ ডাক্তাররা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তিনি বলেন, সাম্মানিক বাড়ানোর পক্ষেই তিনি৷ তবে পরিষেবা বিঘ্নিত করে এই ধরনের উদ্যোগকে কোন ভাবেই তিনি বরদাস্ত করবেন না বলে জানান৷
2016-08-23