উপনির্বাচন ঘিরে সিমনায় রাজনৈতিক উত্তেজনা চরমে, আজ শেষ সরব প্রচার, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট৷৷ সিমনা তমাকারি এডিসির উপ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে৷ দলগুলি Election Stampব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে৷ এই কেন্দ্রে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিপিএম এবং আইপিএফটির মধ্যে৷ ইতিমধ্যেই গত তিনদিন ধরে ঐ এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে৷ এরই প্রেক্ষিতে পশ্চিম জেলার জেলা শাসক উপনির্বাচন এবং ভোট গণডার সময় ভোট গ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারী করেছেন৷ এই নির্দেশ নির্বাচনী কেন্দ্রের সব ভোট গ্রহণ কেন্দ্রে ২২ আগষ্ট রাত ১০টা থেকে ২৩ আগষ্ট রাত দশটা পর্যন্ত এবং ভোট গণনা কেন্দ্র স্বামী বিবেকানন্দ কলেজে ২৫ আগষ্ট রাত দশটা থেকে ২৭ আগষ্ট রাত আটটা পর্যন্ত বলবৎ থাকবে৷ কাজে নিযুক্ত পুলিশ, আধাসেনা, সরকারী কর্মচারী এবং কর্তৃপক্ষের অনুমতি পত্র নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী হবেনা৷ আদেশ অমাণ্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে৷
আগামী ২৩ আগষ্ট উপজাতি এলাক স্বশাসিত জেলা পরিষদের ১৩-সিমনা- তমাকারি(এসটি) জেলা পরিষদ নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ মহা বিদ্যালয়ের ভোট গ্রহণ কর্মীদের নিয়ে অন্তিম পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় ৩২ টি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য নিয়োজিত ১৭৫ জন ভোট কর্মী উপস্থিত ছিলেন৷ ভোট কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন মোহনপুর মহকুমা শাসক তথা নির্বাচন আধিকারিক জয়ন্ত দেববর্মা, সহ নির্বাচন আধিকারিক ডেপুটিকালেক্টর রিমি দেববর্মা, ডেপুটি কালেক্টর সৌরভ দাস এবং ৬ জন সেক্টর আধিকারিক৷ এদিকে ভোট গণনাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে ভোট গণনা কর্মীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়৷ মহড়ায় ৩১ জন গণনা কর্মী উপস্থিত ছিলেন৷ গণনা কর্মীদের প্রশিক্ষণ দেন মহকুমা শাসক তথা নির্বাচন আধিকারিক এবং সহ নির্বাচন আধিকারিকেরা৷
সরব প্রচারের শেষ লগ্ণে সিমনা-তমাকারী এডিসি আসনের উপনির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে৷ শনিবার হেজামারা বাজার মাঠে সিপিআইএমের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পরিবহণমন্ত্রী মানিক দে উন্নয়নের স্বার্থে সিপিআইএম প্রার্থী কুমুদ দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন৷
সিমনা-তমাকারী এডিসি আসনের উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল৷ শাসকদলীয় প্রার্থী কুমুদ দেববর্মার সমর্থনে মুখ্যমন্ত্রী ছাড়া দলের শীর্ষ স্থানীয় নেতারা সভা সমাবেশ সংগঠিত করেছেন৷ শনিবার হেজামারা বাজারের মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থী কুমুদ দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার জন্য গনদেবতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷
গনদেবতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না৷ আমাদের কাছে আসুন৷ কোথায় রাস্তা তৈরী করতে হবে, হাসপাতাল তৈরী করতে হবে, বিদ্যুৎ পৌঁছে দিতে হবে আপনারা বলুন৷ সাধ্য অনুযায়ী তা আমরা নিশ্চয়ই করব৷ মন্ত্রী শ্রী দে বলেন, আমরা আন্দোলন করি কাজ দেওয়ার জন্য, খাদ্যের জন্য, ভাতা দেওয়ার জন্য, আর তারা আন্দোলন করে সর্বনাশ করার জন্য৷ এদের সঙ্গে যদি থাকেন তাহলে আপনার পরিবার ক্ষতিগ্রস্থ হবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, রাজ্যের উন্নতি বাধ্যপ্রাপ্ত হবে, অশান্তির পরিবেশ কায়েম হবে৷ এরা চায় ত্রিপুরাকে লন্ডভঙ্গ করে দিতে৷ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ৷