সিমনা তমাকারি উপনির্বাচন ঃ নির্দেশ অমান্য করে ভোট প্রচার, পুলিশের লাঠিচার্জ, থানায় ডেপুটেশন সিপিএম’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ সিধাইয়ের সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ আর মাত্র তিনদিন
Election Tripuraবাকি৷ এরই মধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে জয় পরাজয় নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে৷ দুই প্রধান প্রতিদ্বন্দ্বি দল সিপিএম এবং আইপিএফটি আত্মমর্যাদার লড়াইয়ে শামিল হয়েছে৷ বিগত নির্বাচনে এই কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধান খুব বেশী ছিল না৷ স্বাভাবিক ভাবেই শাসক দল যেমন আসনটি নিজের দখলে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ঠিক তেমনি প্রধান প্রতিদ্বন্দ্বি আইপিএফটিও জয় ছিনিয়ে আনার জন্য সর্বশক্তি প্রয়োগ করার কৌশল নিয়েছে৷ প্রচারের অন্তিম লগ্ণে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রধান প্রতিদ্বন্দ্বি দুটি দলের নেতা কর্মীরা৷ তাতে নানা জটিলতা দেখা দিচ্ছে৷ প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত দশটার পর চালচলের উপর কিছু নিয়ন্ত্রণাদেশ জারী করেছে৷ কিন্তু, প্রশাসনের নির্দেশ অমান্য করেই শাসক দলের নেতাকর্মীরা রাতে বাড়ি বাড়ি যাচ্ছিল৷ পুলিশ তাতে বাধা দেয়৷ এনিয়ে বচসার জেরে পুলিশের লাঠি চার্জ করেছে৷ তাতে কয়েকজন আহত হয়েছে৷ ঘটনার প্রতিবাদে সিপিএম মোহনপুর বিভাগীয় কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার সিধাই থানার আধিকারীকের কাছে ডেপুটেশন প্রদান করে৷ নেতৃবৃন্দ অভিযোগ করেন দলীয় কয়েকজন সমর্থক একটি বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল৷ তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ৷ অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে সিপিএম৷ এদিকে, শাসক দল যাই বলুক না কেন এটা আত্মরক্ষামূলক বলে মন্তব্য করেছে বিভিন্ন মহল৷ প্রকৃতপক্ষে তারা ভোট প্রচারের জন্যই ওই বাড়িতে গিয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *