নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ পেট্রোলের রেশনিং এবং জোড়-বিজোড় ফর্মূলা সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সূত্র অনুসারে জানা গেছে, শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ সে অনুযায়ী খাদ্য দপ্তরের অধিকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, রো-রো রেকে করে শুক্রবার জ্বালানি তেল এসেছে৷ সূত্রের দাবি, ২৮টি ট্যাঙ্কারবাহী রো-রো রেক শুক্রবার রাতে চুড়াইবাড়ি স্টেশনে এসে পৌঁছেছে৷
বর্তমানে রাজ্যে পেট্রোল-ডিজেলের সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ জাতীয় সড়ক দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করায় পেট্রোপণ্য রাজ্যে আসতে শুরু করেছে৷ রেলে করে জ্বালানি তেল আসায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে৷ গত কয়েকদিন আগে রাজ্যে পেট্রোলের মারাত্মক সংকট দেখা দেওয়ায় রেশনিং পদ্ধতি চালু করার পর জোড়-বিজোড় ফর্মূলাও শুরু করা হয়েছিল৷ জোড়-বিজোড় ফর্মূলা শীঘ্রই প্রত্যাহার করা হবে এসংক্রান্ত সংবাদ জাগরণে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে৷ তবে, রাজ্য সরকার এখন শুধু জোড়-বিজোড় ফর্মূলাই নয়, রেশনিং ব্যবস্থাও পেট্রোলের ক্ষেত্রে প্রত্যাহারের পথে হাঁটতে চলেছে৷ যতদূর জানা গেছে, শনিবার থেকেই পেট্রোলের রেশনিং এবং জোড়-বিজোড় ফর্মূলা সাময়িক তুলে দেওয়া হবে৷ কারণ, এখন চাহিদা অনুযায়ী সরবরাহে খুব একটা ঘাটতি নেই৷ রেলে করে জ্বালানি তেল নিয়ে আসা সম্ভব হওয়ায় সংকটময় পরিস্থিতির উত্তরণ হয়েছে বলে মনে করা হচ্ছে৷
সূত্র অনুসারে জানা গেছে, শুক্রবার রাতেই আরো একটি জ্বালানি তেলবাহী রো-রো রেক বদরপুরের ভাঙ্গা স্টেশন থেকে চুড়াইবাড়ি স্টেশনে এসে পৌঁছেছে৷ তাতে, পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের ২৮টি ট্যাঙ্কার রয়েছে৷ শনিবার চুড়াইবাড়ি স্টেশন থেকে ট্যাঙ্কারগুলি ধর্মনগর ডিপো’র উদ্দেশ্যে রওনা দেবে৷
2016-08-20