পদ্মবিল ব্লকের উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ আগস্ট৷৷ খোয়াই জেলার পদ্মবিল ব্লকের উন্নয়নমূলক কাজের ৮০ শতাংশ কাজে বিভিন্ন প্রকার Padmabilঅনিয়ম করা হচ্ছে৷ জনগণ ও সংবাদ মাধ্যম বার বার তথ্য সহকারে এই অনিয়ম তুলে ধরার চেষ্টা করে চলছে৷ কিন্তু তারপরও কোন প্রকার সংযোগ বা প্রতিরোধ পাওয়া যায় না৷ যদিও প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের মৃত্যুর পর ভোটের বাক্সে প্রতিবাদ জানাচ্ছে জনগণ৷ প্রতি বিধানসভা, এডিসি বা ভিলেজ কাউন্সিদ্ভ্রল নির্বাচনেই ভোটের হার কমে যাচ্ছে৷ গত বিধানসভা নির্বাচনের পর পদ্মবিল মাঠে কুমারি মধুতি রূপশ্রী শহীদান দিবসে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন রামচন্দ্রঘাট বিধানসভার ভোটে প্রতিবারই কেন ভোট কমে যাচ্ছে৷ তার বিচার বিশ্লেষণ করতে হবে৷ তারপরও কিন্তু উন্নয়নের কাজে অনিয়ম কমেনি৷ বরং দিনে দিনেই বাড়ছে৷ জনগণের মতে একটি বিরোধী দলও যুক্ত আছে এতে৷ বিশেষ ঐ বিরোধী দলের নেতাকে বিভিন্ন সরকারি কাজ দিয়ে আটকে রাখা হয়েছে৷ শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সহ বিভিন্ন উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলছেন জনসাধারণ৷ অভিযোগ রয়েছে সুকলের বিল্ডিং এর কাজ নিয়ে৷ আর এই অভিযোগ তুলে জনগণ জানালেন পদ্মবিল ব্লকের এমন একটি গ্রামের নাম যে গ্রাম শ হর থেকে এবং মূল সড়ক থেকে দূরে তো বটেই, এত নির্জন এলাকা যেখানে প্রশাসনের, কোন মন্ত্রী আমলা বা জনগণেরই যাবার মত নয়৷ স্পষ্ট বলতে যাবার কোন প্রয়োজনই পড়ে না সেখানে৷ এমনই একটি গ্রামের সুকলে ছাত্র ছাত্রীর সংখ্যা জেনে হয়ত খুদ শিক্ষাদপ্তরই অবাক হবে৷
সুকলের নাম ওয়ান্ডলং বাড়ি উচ্চ বিদ্যালয়৷ এলাকা বা গ্রামের নাম রামদয়াল বাড়ি৷ পদ্মবিল ব্লকের অধীন এই উচ্চ বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির উদ্বোধন খুব শীঘ্রই হবে৷ কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করে জানালেন এই ভবনটি নির্মাণ করতে বরাদ্দ প্রায় ৫১ লক্ষ টাকা হলেও দুর্গম এলাকা হওয়ায় ব্লকের ইঞ্জিনিয়ার বাবু প্রায় ৩২ লক্ষ টাকায় কাজটি দিয়ে দেন এলাকারই কতিপয় যুবকের হ াতে৷ একটি বিরোধী দল যাতেপ্রতিবাদ না করে তাদের নাকি দেওয়া হয় প্রায় ১ লক্ষ টাকা৷ ইঞ্জিনিয়ার বাবু পরামর্শ দেন কাজ যেমনই হউক সামনের দিকে চাকচিক্য হতে হবে৷ অথচ এলাকাবাসীর অভিযোগ এত নিম্নমানের কাজ হয়েছে যে উদ্বোধনের আগেই বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে এবং সেনিটেশনগুলি এমন যে ব্যবহার করলে স্নান করতে হবে৷ বড় বড় ফাটল যার পর বারবার প্রলেপ দিয়ে ঠিক করা হচ্ছে৷ এমন নিম্নমানের কাজের পলে আগামী দিনে বিপদের মুখে পড়বে সুকল পড়ুয়ারা৷ এই অবস্থার মধ্য জনগণ অভিযোগ করে বলছেন যদি কাজে প্রায় ৩২ লক্ষ এবং আন্দোলনের মুখ বন্ধ করতে প্রায় ১ লক্ষ, তবে বাকি প্রায় ১৯ লক্ষ কোন তহবিল গেল? এটি শুধু একটিমাত্র সুকলের নির্মীয়মাণ কাজের বিরুদ্ধে অভিযোগ নয় পদ্মবিল ব্লকের অধীন প্রায় ৮০ শতাংশ নির্মাণ কাজেই এমন গুরুতর অভিযোগ রয়েছে৷ এমন দুর্বিষহ অবস্থার মধ্যেও নীরব ভূমিকায় রয়েছে পদ্মবিল ব্লক৷ এনিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে৷