এমবিবি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন ৩১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ৩১ আগস্ট EDUCATIONNNদুপুর ১২ টায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  থাকবেন রাজ্যপাল তথাগত রায় ও মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এ উপলক্ষ্যে সেদিন এমবিবি কলেজ মাঠে এক  সমাবেশের আয়োজন করা হয়েছে৷ আজ সন্ধ্যায় মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে উচ্চশিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তীর সভাপতিত্বে  এক সভায় এ সিদ্ধান্ত হয়৷ সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড গৌতম বসু, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা ড বিপ্রজিৎ পালিত, বিশ্ববিদ্যালয়ের ওএসডি ড দিলীপ সরকার প্রমুখ৷ উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজকের সভায় একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটির উপদেষ্টা মন্ডলীর বোর্ডে রয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী ও উচ্চশিক্ষা দপ্তরের সচিব৷ সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হয়েছেন মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড গৌতম বসু এবং আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ও এসডি ড দিলীপ সরকার৷  গঠন করা হয়েছে ৭টি উপ কমিটি৷  মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সকলের সহযোগিতা চেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *