নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের মোটর স্ট্যান্ড এলাকায় রাজ হোটেলে রান্নার কাজে নিযুক্ত মহিলা কর্মী স্বপ্ণা দাসকে গায়ে গরম ডাল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি৷ উপরোন্তু ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রয়াস অব্যাহত রয়েছে৷ মোটা অংকের বিনিময়ে পুলিশ বিষয়টি চেপে যাওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ৷ এদিকে, মিথ্যা মামলা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ খোদ রাজধানী আগরতলা শহরে মহিলা কর্মীর উপর এধরনের নির্মম ঘটনার পরও পুলিশের নিস্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভে ফঁুসছেন সাধারণ মানুষ৷
উল্লেখ্য, রাজ হোটেলের রান্নার কাজে নিযুক্ত মহিলা কর্মী স্বপ্ণা দাস বাড়িতে যাওয়ার জন্য মালিকের কাছে ছুটি চাওয়ায় তার গায়ে গরম ডাল ঢেলে দেওয়া হয়েছিল৷ ঘটনা আড়াল করার জন্য মহিলাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে রাখা হয়৷ কয়েক ঘন্টা পর অচৈতন্য অবস্থাতেই ঝলসে যাওয়া মহিলাকে তার বোনের বাড়িতে পৌছে দেয় রাজ হোটেলের মালিক৷ পরদিন সকাল বেলা মহিলার জ্ঞান ফিরলে সমস্ত বিষয় তার বোনকে জানায়৷ এরপরই গরম ডালে ঝলসে যাওয়া মহিলাকে পূর্ব মহিলা থানায় আসেন তার বড় বোন৷ পুলিশ মামলা গ্রহণ করলেও তদন্ত বিন্দুমাত্রও এগুয়নি৷ বরং একে মিথ্যা মামলা আখ্যায়িত করার নিরন্তন প্রয়াস অব্যাহত রয়েছে৷ মহিলাদের সুরক্ষার জন্য যেখানে মহিলা থানা গঠন করা হয়েছে, সেক্ষেত্রে মহিলা থানাতেও উপেক্ষিত হচ্ছেন মহিলারা৷ মহিলা কমিশনও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ খোদ রাজধানী শহরে এধরনের ঘটনা রাজ্যের অন্যান্য স্থানে পরিস্থিতি যে আরো কতটা অমানবিক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ এই ঘটনায় জড়িত হোটেল মালিককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷
2016-08-19