সিন্ধুকে টুইটারে শুভেচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, খুশি তার পরিবার

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : অলিম্পিকে ভারতের পদক খরা কাটানোর আশা দেখাচ্ছেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু| চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্স westbengalব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছলেন সিন্ধু| বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা চিনের প্রতিদ্বন্দ্বী ইয়াহান ওয়াংকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন পি ভি সিন্ধু| সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এই সাফল্যে খুশি তার পরিবারও|
কারণ চলতি অলিম্পিকে ভারত এখনও পর‌্যন্ত একটাও পদক জয় করতে পারেনি| সেই জায়গায় দাঁড়িয়ে পি ভি সিন্ধু যদি প্রথম পদকটা জয় করতে পারেন, তাহলে তাঁর বাবা-মায়ের থেকে বেশি আনন্দ আর বোধহয় কেউ পাবেন না| এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই ব্যাডমিন্টন তারকার বাবা পি ভি রামানা বললেন, ইয়াং ইহানকে পরাস্ত করা অতটা সহজ ছিল না| ওকে সেমিফাইনালে পৌঁছতে দেখে আমরা সকলেই অভিভুত| অন্যদিকে মা পি বিজয়া বললেন, ওর এই জয়ে আমরা যেমন আনন্দিত হয়েছি, তেমনই গর্ববোধ হচ্ছে| আমাদের আশীর্বাদ সবসময় ওর সঙ্গেই রয়েছে|
সিন্ধুর জয়কেই এখন পাখির চোখ করে রেখেছে ভারতীয়রা, কারণ রিও-তে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার পর থেকে এখনও পর‌্যন্ত ভারতের ঝুলি শূন্যই রয়ে গেছে| সেমি ফাইনালে জাপানে নোজোমি ওকুরার বিরুদ্ধে ব্যাডমিন্টন কোর্টে নামছেন সিন্ধু| এখন অপেক্ষা সিন্ধুর হাত ধরে পদক আসে কিনা|