মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু

রিও ডি জেনেইরো, ১৭ আগস্ট : রিও অলিম্পিকে শেষ চারে পৌঁছলেন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু | পদক জয় থেকে আর মাত্র এক ধাপ দুরে pvsindhuরয়েছেন এই ব্যাডমিন্টন তারকা | গতকাল সিঙ্গলসে চিনের ওয়াং ইহানকে স্ট্রেট সেটে ২২-২০, ২১-১৯ ডড়িয়ে সেমিফাইনালে প্রবেশ করেন তিনি| ৫৪ মিনিট টানা লড়াই করার পর শেষ হাসিটা সিন্ধুই হাসেন|
অলিম্পিক ইতিহাসে দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন| প্রসঙ্গত তার বছর আগে সাইনা নেহওয়ালও একই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন| এখন শেষ চারের লড়াইয়ে সিন্ধুকে জাপানের এবং নোজ়োমি ওকোহারের বিরুদ্ধে খেলতে হবে|
ম্যাচের পরে সিন্ধু জানালেন, সত্যিই, এই জয় আমাকে স্বস্তি দিয়েছে| ওয়াং ইহানের বিরুদ্ধে আমি আগেও বেশ কয়েকবার খেলেছি| প্রত্যেকবারই ও আলাদাভাবে খেলে| এই জয়টা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত| আশা করছি পরের ম্যাচেও এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারব|