শ্রীলঙ্কা-৩৫৫ ও ৩৪৭-৮ডিক্লে.
অস্ট্রেলিয়া-৩৭৯ ও ১৬০ (৪৪.১)
ম্যাচ ও সিরিজ সেরা রঙ্গনা হেরাথ
কলম্বো, ১৭ আগস্ট (হি.স.) : তৃতীয় টেস্টেও শ্রীলঙ্কার কাছে হেরে গেল অস্ট্রেলিয়া| সেই সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি হোয়াইটওয়াশ করল সাত নম্বরে থাকা শ্রীলঙ্কা| কলম্বোয় তিন ম্যােচর টেস্ট সিরিজের শেষেটিতেও ১৬৩ রানে হেের যায় সফরকারী দলটি| পুরো সিরিজে ২৮টি উইকেট তুলে নিয়ে তৃতীয় টেস্টের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেলেন বোলার রঙ্গনা হেরাথ|
ম্যাচের শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ৩২৪ রানের টার্গেট দাঁড়ায়| পুরো সিরিজে দুর্দান্ত খেলা স্পিনার রঙ্গনা হেরাথের ঘূর্ণি বিষে দিশেহারা হয়ে পড়ে সফরকারী ব্যাটসম্যানরা| বাঁহাতি এই বোলার একে একে তুলে নেন সাতটি উইকেট| আর ততক্ষণে সব উইকেট হারিয়ে ১৬০ রানে আত্মসমর্পণ করে স্টিভেন স্মিথ বাহিনী|
তবে অজিদের দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়েছিল| প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শন মার্শকে নিয়ে ভালো কিছু করার ইঙ্গিত দেন আগের দুই ম্যাচে বাজে পারর্ফম করা ডেভিড ওয়ার্নার| উদ্বোধণী জুটিতে তারা ৭৭ রান তুললে মনে হয় জয়ের জন্যই খেলছে | তবে দুই ওপেনারকে দিলরুয়ান পেরেরা তুলে নেওয়ার পরই খেই হারিয়ে ফেলে অজিরা| ওয়ার্নার করে দলীয় সর্বোচ্চ ৬৮ রান| এরপর শুধুই হেরাথ গল্প| তার ঘূর্ণিতে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়ে পড়ে অন্যরা|
এর আগে লঙ্কানরা আট উইকেট হারিয়ে ৩৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে| চতুর্থ দিনে ৩১২ রানে শেষ করা স্বাগতিকরা শেষ দিনে কোন উইকেট না হারিয়ে আরও ৩৫ রান যোগ করে| ৪৪ রানে আগের দিন শেষ করা ধনাঞ্জয়া ডি সিলভা শেষ পর্যন্ত ৬৫ রান করে অপরাজিত থাকেন| দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হেয় চতুর্থ দিনে কৌশল সিলভা সেঞ্চুরির দেখা পেয়েছিলেন|
এ ম্যাচে মোট ১৩ উইকেটের পাশাপাশি পুরো সিরিজে রঙ্গনা হেরাথ ২৮টি উইকেট তুলে নিয়েছেন| ফলে ম্যাচ সেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও তার হাতে ওঠে|
2016-08-17