জম্মু কাশ্মীর ইসু্য নিয়ে পাকিস্তানে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.) : জম্মু কাশ্মীর ইসু্য নিয়ে আলোচনায় বসার পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত| ৱুধবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারের J&Kহাতে একটি চিঠি তুলে দেন ইসলামবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত| এদিন পাক বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর হাতে চিঠিটি তুলে দিলেন ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বাম্বাওয়ালে|
উল্লেখ্য, দুদিন আগেই কাশ্মীর ইসু্যতে পাকিস্তানে বৈঠকে বসার জন্য ভারতীয় বিদেশ সচিবের কাছে চিঠি পাঠিয়েছিলেন পাক বিদেশ সচিব| কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দেয় ভারত| সার্কের স্বরাষ্ট্র মন্ত্রী পর‌্যায়ের বৈঠক থেকে ফিরে সংসদে রাজনাথ সিং বলেছিলেন, শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভারত| জম্মু-কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনার কোনও প্রশ্নই ওঠে না|