অলিম্পিক ইতিহাসে স্বর্ণালি অধ্যায়ের অপেক্ষার প্রহর গুনছে দেশ, আজ ফাইনালে দীপা

Dipa Karmakarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ গোটা দেশ সহ ত্রিপুরা অলিম্পিক ইতিহাসে স্বর্ণালি অধ্যায়ের অপেক্ষায় প্রহর গুনছে৷ সোনার মেয়ে দীপা কর্মকার রবিবার রিওতে অলিম্পিকে জিমন্যাস্টিক ইভেন্টে ফাইনালে লড়বে৷ প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে দেশের হয়ে লড়ছেন দীপা৷ ১৪ আগস্ট রাত ১১টা ১৭ মিনিটে ভল্টে নামবে সোনার মেয়ে৷
গোটা দেশ এখন তাঁকিয়ে রয়েছে দীপার দিকে৷ রাজ্যে দীপাকে নিয়ে সর্বত্র চরম উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ প্রার্থনা ও শুভেচ্ছা জানাতে কেউই খামতি রাখছেন না৷ অলিম্পিকের ইতিহাসে এক নতুন অধ্যায়ের রচনা হবে কিনা সেদিকেই নজর সকলের৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সকলেই দীপার সাফল্য কামনা করেছেন৷
রবিবার লক্ষ্যে কড়া অনুশীলন করেছেন দীপা৷ কোচ বিশ্বেশ্বর নন্দী কোন ঘাটতি রাখতে চাইছেন না৷ বিশ্বের এতবড় ইভেন্টে স্থান পাওয়া এক বিশাল প্রাপ্তি৷ ফলে, দীপাকে ঘিরে প্রত্যাশাও অনেক বেড়ে গেছে৷ দেশের প্রান্তিক রাজ্য থেকে বিশ্বের এত বড় মঞ্চে গিয়ে পৌঁছানো নিঃসন্দেহে গর্বের৷ রাজ্যবাসী সহ গোটা দেশবাসী দীপাকে নিয়ে গর্ব করছেন৷
ইতিমধ্যে অবশ্য প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত লড়াইয়ের ফাইনালে ওঠে দীপা ইতিহাস গড়ে ফেলেছে৷ যোগ্যতা অর্জনের লড়াইয়ে ১৪৮৫ পয়েন্ট নিয়ে দীপা ভলন্টিংয়ের ৮ জনের তালিকায় স্থান করে নেয়৷
দীপা নিজেও জানে তাকে ঘিরে রাজ্য সহ গোটা দেশের প্রত্যাশা অনেক৷ তবে, পদক জিততেই পারবে সেই দাবি দৃঢ়তার সাথে দীপা বলতে পারছে না৷ কিন্তু পদক জয়ের জন্য কোন খামতি রাখবে না দীপা৷