BRAKING NEWS

কাশ্মীর নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রীকে, দাবি কংগ্রেস সাংসদ আজাদের

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.) :  কাশ্মীর নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রীকে| ৱুধবার রাজ্যসভায় এমনই দাবি করেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ|  এদিন তিনি প্রশ্ন তোলেন কাশ্মীর ইসু্য নিয়ে প্রধানমন্ত্রী ভোপালে গিয়ে সরব হলেন| কেন সংসদে নয়?  সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীকে কটাক্ষ করে আরও বলেন, বিদেশে কিছু ঘটলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে টুইট করে নিজের বক্তব্য পেশ করেন| তাহলে কাশ্মীর নিয়ে নীরব কেন? আর ভোপাল কবে থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র হল? সেখানে গিয়ে মোদী কাশ্মীর নিয়ে কেন মুখ খুললেন, ৱুঝলাম না| এদিন ফের সংসদে কাশ্মীর প্রসঙ্গে আলোচনার আর্জি জানান বিরোধী নেতা গুলাম নবি আজাদ| তাঁর সেই আর্জি মেনে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| চলতি বাদল অধিবেশনে এই নিয়ে দ্বিতীয়বার সংসদে কাশ্মীর ইসু্যতে আলোচনা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *