নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ জিএসটি বিল অবশেষে সর্বসম্মতিক্রমে পাশ হল লোকসভাতেও৷ বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তির মুখে চারটি সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় পেশ করেছিল এই বিলটি৷ সেখানে ধবনী ভোটে পাশ হয় বিলটি৷ এরপর সোমবার লোকসভাতেও এই বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশ এখন কর সন্ত্রাস থেকে মুক্তি পাবে৷
আর এই জিএসটি নিয়ে উদ্বিগ্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার মনে করেন এই বিলের মাধ্যমে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে৷ সোমবার মহাকরণে তিনি জানিয়েছেন, জিএসটি বিলটি সংশোধিত আকারে সংসদে পেশ করা হয়েছে৷ এই বিলটির মূল যে বিষয় তার পক্ষে এবং বিপক্ষে দুটোতেই বিতর্ক রয়েছে৷ এদিন তিনি এ প্রসঙ্গে স্পষ্ট করে দেন, সাধারণভাবে যেটা মনে হচ্ছে তাতে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে৷ সমালোচনার সুরে তিনি বলেন, এই বিল থেকে সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত হবে৷ তাতে, রাজ্য এবং কেন্দ্র কিভাবে ক্ষমতা ভাগাভাগি করবে সে প্রশ্ণ এদিন মুখ্যমন্ত্রী তুলেছেন৷
তাঁর বক্তব্য, যতক্ষণ পর্যন্ত বিলটি পূর্ণাঙ্গ আকারে আসছেন না ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলার সুযোগ নেই৷ তবে, এনিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে বলে তিনি মনে করেন৷
রাজ্যের প্রসঙ্গে তিনি বলেন, হতে পারে আমাদের রাজ্য ছোট, এর রাজস্ব আয়ও কম৷ কিন্তু প্রশ্ণ ছোট বড় নিয়ে নয়৷ মূল প্রশ্ণ যেটা হচ্ছে তা হল রাজ্যের ক্ষমতা নিয়ে৷ জিএসটি বিল নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধানে রাজ্যগুলিকে সুযোগগুলি দেওয়ার বিষয়ে যেভাবে বলা আছে, সেগুলি একটার পর একটা কেন্দ্রের হাতে কুক্ষিগত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ অবশ্য এবিল নিয়ে আরো বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন৷
2016-08-09