বিবেকানন্দ ময়দান নিয়ে পাতালকন্যার টিপিপি উশৃঙ্খল হলে কঠোর হবে পুলিশ

DGPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ মঙ্গলবার শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে তৃণমূলের সমাবেশই হবে৷ এই সমাবেশ ঘিরে যদি ত্রিপুরা পিপলস পার্টি কোন ধরনের উশৃঙ্খল হলে কঠোর ব্যবাস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷
বিবেকানন্দ ময়দানে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসই সমাবেশ করবে৷ ত্রিপুরার পিপলস পার্টিকে বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি৷ ত্রিপুরা পিপলস পার্টি এদিন জনজাতি দিবস পালনের জন্য এক সমাবেশের ডাক দিয়েছিল৷ বিবেকানন্দ ময়দানেই সমাবেশ করার কথা ছিল৷ সেই অনুযায়ী ত্রিপুরা স্পোটর্স কাউন্সিলে যোগাযোগ করেছিল ত্রিপুরা পিপলস পার্টি৷ অপরদিকে বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেসকেই সমাবেশ করার অনুমতি দিয়েছে৷ এনিয়ে যাতে কোন ধরনের অশান্ত পরিবেশ কায়েম না হয় সে জন্য রাজ্য আরক্ষা প্রশাসন আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ সোমবার বিকেলে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ এবিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন৷ তিনি জানান, ত্রিপুরা পিপলস পার্টির নেত্রী পাতালকন্যা জনজাতি দিবস পালনের জন্য বিবেকানন্দ ময়দান মঞ্জুর করতে রাজ্য পুলিশের মহানিদের্শকের শরণাপন্ন হয়েছিলেন৷ যেহেতু ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল তৃণমূল কংগ্রেসকে এদিন বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সেহেতু ত্রিপুরা পিপলস পার্টিকে কোনভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন৷ পাতালকন্যা জমাতিয়াকে বলা হয়েছিল বিকল্প কোন জায়গায় দিবসটি পালনের চেষ্টা করলে সেক্ষেত্রে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ কিন্তু ত্রিপুরা পিপলস পার্টি এবিষয়ে কোন ধরনের উদ্যোগ গ্রহণ না করে বিবেকানন্দ ময়দানকেই বেছে নেয়৷ ফলে, তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা পিপলস পার্টির মধ্যে সংঘাত দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ সেই আশঙ্কাতেই আরক্ষা প্রশাসন নড়েচড়ে বসেছে৷ তৃণমূল কংগ্রেসের সমাবেশকে সুষ্টভাবে সম্পন্ন করার জন্য রাজ্য আরক্ষা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগও নিয়েছে৷