BRAKING NEWS

আশারামবাড়িতে মেগা স্বাস্থ্য শিবির , উপকৃত হলেন সহস্রাধিক জনগণ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ আগষ্ট৷৷ খোয়াই জেলার অন্তর্গত আশারামবাড়ীতে এলাকায় ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এবং ট্রেইন্ড নার্সেস এসোসিয়েশন অব ইন্ডিয়ার সহযোগিতায় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার৷ সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলল মেগা স্বাস্থ্য শিবির৷ এই মেগা স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন শিশু থেকে  বৃদ্ধ সকল অংশের মানুষ৷ প্রায় সারে বারোশ (১২৫০) জন মানুষ এই স্বাস্থ্য শিবির থেকে উপকৃত হলেন৷ বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে সেবক-সেবিকা এবং ছাত্র ফেডারেশনের সেবক-সেবিকারা উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে মানুষ জনের সেবায় নিয়োজিত ছিলেন৷ উক্ত মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন টিটিএডিসি সদস্য গুরুপদ দেববর্মা৷ উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জন রায়, খোয়াই বিভাগীয় সম্পাদক প্রনব ধর, রাজ্য কমিটির সদস্যদ্বয় জীতেন সিনহা ও দ্বীপায়ন নাথশর্মা সহ অন্যান্যরা৷ মেগা স্বাস্থ্য শিবিরে ইএনটি, সনোগ্রাফী, ইসিজিস অপথালমোজি, অর্থপেডিক, ব্লাজ সোগার, হেপাটাইটিস ইত্যাদি সুবিধা পেলেন আশারমবাড়ী এলাকার মানুষজন৷ এর মধ্যে হেপাটাইটিস পরীক্ষা করা হয় ৩৬ জনের৷ মেগা স্বাস্থ্য শিবিরে আয়োজিত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন ২৫ জন রক্তদাতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *