শরণার্থীদের ফিরিয়ে নিতে মিজোরাম সরকারকে সময় বেঁধে দিল কেন্দ্র

NaisingParaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ কাঞ্চনপুরে আশ্রিত রিয়াং শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনে মিজোরম সরকারকে আবারো সময় বেঁধে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আগামী নভেম্বর থেকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করার জন্য মিজোরাম সরকারকে মন্ত্রক নির্দেশ দিয়েছে৷ এবিষয়ে বৃহস্পতিবার মহাকরণে মুখ্য সচিব যশপাল সিং জানান, রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে একটি একশন টেকেন রিপোর্ট মিজোরাম সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দিয়েছে৷ সে মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিয়াং শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে৷
মুখ্যসচিব এদিন বলেন, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে মিজোরাম সরকারের একশন টেকেন রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উদ্যোগে দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে মিজোরাম সরকারের সাথে নানা জটিলতা নিয়ে আলোচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ ঐ বৈঠক থেকেই মিজোরাম সরকারকে প্রত্যাবর্তন প্রক্রিয়া আগামী নভেম্বর থেকেই শুরু করার নির্দেশ দিয়েছে৷ একবার প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হলে তাতে মাস তিনেক সময় লাগতে পারে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷
এদিকে, রিয়াং শরণার্থীদের দাবিগুলির প্রসঙ্গে মুখ্যসচিব জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের সমস্ত দাবি পূরণ করার বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে৷
প্রসঙ্গত উল্লেখ্য, কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া এর আগেও কয়েকবার শুরু হয়েছিল৷ কিন্তু নানা জটিলতার কারণে সেই প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যায়৷ কারণ, রিয়াং শরণার্থীদের এক বিরাট অংশ মিজোরামে ফিরে যেতে চাইছিলেন না৷ রিয়াং শরণার্থীদের দাবি, মিজোরামে তাদের নিরাপত্তা, বাসস্থান এবং রোজগারের বিষয়টি সুনিশ্চিত না করা হলে তাঁরা ফিরে যাবেন না৷ এসমস্ত জটিলতার কারণে উদ্যোগ নিয়েই থমকে যায় প্রত্যাবর্তন প্রক্রিয়া৷ কয়েক দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব সত্যেন গর্গ রাজ্যে এসে কাঞ্চনপুরে শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের সাথে নানা বিষয় নিয়ে বৈঠক করেন৷ তাঁদের প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে মিজোরাম সরকারের সাথেও আলোচনা করেন৷ তাতে, মিজোরামে প্রত্যাবর্তনের বিষয়ে রিয়াং শরণার্থীদের দাবী-দাওয়া সহ অন্যান্য দিক খতিয়ে দেখে মিজোরাম সরকারকে একটি এ্যকশন রিপোর্ট পেশ করতে বলেন তিনি৷ ফলে, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মিজোরাম সরকারকে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা নির্দেশ দিলেও মাঝ পথে তা থমকে যাবে কি না সে বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু বলা যাচ্ছে না৷