নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২ আগস্ট৷৷ ঠান্ডা ঘরে বসে নয়, কাজ করতে হবে বাইরে বেরিয়ে৷ জেলা এবং মহকুমাগুলির সমস্ত কাজ এবং খঁুটিনাটি বিষয় নজরে রাখতে হবে৷ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ সময়ের কাজ সময়ের মধ্যে সমাপ্ত করার পাশাপাশি কাজের গুণাবলী এবং উৎকর্ষতা বজায় রাখার দিকে বিশেষভাবে নজর দিতে হবে৷ মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহর সার্কিট হাউসে জেলা ও মহকুমা আধিকারিকদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতে কাজের নিরিখে জনগণের সন্তুষ্টিতে অনেকটাই ঘাটতি রয়েছে৷ সে বিষয়টি উপলব্ধি করতে পেরে গত কয়েকদিন ধরে জেলাওয়াড়ি পর্যালোচনা সভা করছেন মুখ্যমন্ত্রী৷ এদিন, ঊনকোটি জেলায় পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে কাজের শ্লথতা মেটানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি৷ রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় জেলা ও মহকুমা স্তরের পদস্থ আধিকারিকদের৷ প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় বহু অভিযোগ উঠে৷ বিশেষ করে জেলাস্তরের পদস্থ আধিকারিকরা ঠান্ডা ঘরে বসে প্রকল্পের খোঁজ খবর নিয়ে থাকেন৷ যার কারণে কাজের গুণমান এবং উৎকর্ষতা বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়৷
এদিন পর্যালোচনা সভায় ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসককে বিভিন্ন প্রকল্পের কাজের স্থলে গিয়ে কাজকর্মের খোঁজখবর নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সর্বোপরি জেলাশাসক সমস্ত কাজের উপর নজরদারি রাখলেও বিভিন্ন সময়ে প্রকল্পস্থলে গিয়ে তদারকি করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন৷ কোন কাজ সময় মতো শেষ না হলে, তার অজুহাত বরদাস্ত করা হবে না বলেও জেলা ও মহকুমাস্তরের পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে হঁুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ১৭টি লাইন দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছ থেকে দপ্তরের বিভিন্ন কাজের খোঁজ খবর নিয়েছেন তিনি৷ তাতে যে বিষয়টি উঠে এসেছে তা হল, যখনই কোন সমস্যা সামনে আসবে জেলাশাসকের পরামর্শে তৎক্ষণাৎ তা সংশোধন করতে হবে৷ এদিন মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জনগণের স্বার্থে প্রকল্প বাস্তবায়নে সঠিক দায়িত্ব সকলকেই পালন করতে হবে৷
এদিকে, জেলাস্তরে, মহকুমাস্তরে বিভিন্ন কাজের বিষয়ে জেলাশাসককে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বৈঠক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কোন এলাকায় সমস্যা দেখা দিলে জনগণকে সাথে নিয়ে সভা আয়োজিত করে তার সমাধান করতে হবে৷ এদের পাশাপাশি জেলা পরিষদকেও সমানভাবে দায়িত্ব পালন করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও মুখ্যসচিব যশপাল সিং উপস্থিত ছিলেন৷ এদিকে গতকাল জেলা ও মহকুমাপুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ ঐ বৈঠকে রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ উপস্থিত ছিলেন৷
2016-08-03