নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সিমনা তমাকারী আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে৷ সোমবার এক

সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সিমনা তমাকারী আসনে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কিশোর দেববর্মার নাম ঘোষণা করেন৷ সাথে বিকল্প প্রার্থী হিসেবে দীনেশ দেববর্মার নাম ঘোষণা করেছেন৷
এদিকে, আগামী ৩ আগস্ট প্রদেশ কংগ্রেসের ডাকে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে৷ তাতে, অংশ নিতে আসছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিপি যোশী৷ এছাড়াও আসবেন এআইসিসি সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে, ভূপেন বোরা ও এনএসইউআই এবং যুব কংগ্রেসের তিন নেতা৷