BRAKING NEWS

বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের তিন সাংসদ

flightmmmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ ত্রিপুরা রাজ্যের তিন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত এবং ঝর্ণা দাস বৈদ্য আজ সকালে সফদরজং এয়ারপোর্টে রাজীবগান্ধী ভবনে অসামরিক পরিবহনমন্ত্রী অশোক গণপতি রাজুর সাথে ত্রিপুরা রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে এক সাক্ষাৎকারে মিলিত হন৷ ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থান, উত্তরোত্তর বিমানযাত্রী সংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনাকে মাথায় রেখে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে গড়ে তোলা, প্রয়োজনীয় পরিকাঠামোর সংযোজনের উদ্যোগ কতটুকু এগোল তা সাংসদগণ জানতে চান৷ সাংসদগণ বিমান সংস্থা সমূহের আগরতলা-কলকাতা রুটে যুক্তিহীনভাবে অস্বাভাবিক ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের দাবি জানান৷ পুরোনো এবং ৪২ আসন বিশিষ্ট এ টি আর বিমানের পরিবর্তে একটি নতুন ৭২ আসন বিশিষ্ট বিমান দেওয়া এবং উক্ত পরিষেবা সপ্তাহে ৭দিনই চালু করার জন্য জোরদার সওয়াল করেন৷ প্রত্যুত্তরে অসামরিক পরিবহনমন্ত্রী রাজু জানান আগরতলা বিমান বন্দরকে আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত করার বিষয়টি সরকারের এজেন্ডাতে রয়েছে৷ ইতিমধ্যে ৪৮২ কোটি ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে৷ নতুন এটি আর বিমান আসলে পুরোনো বিমানটি পরিবর্তনের জন্য বিবেচনা করা যাবে৷ রিজিওনাল কনটিভিটি স্কিম চালু হলে ভাড়ার বৈষম্য অনেকটা সুরাহা হবে এবং কৈলাসহরে বিমান বন্দর চালু করার সুযোগ তৈরি হবে বলে মন্ত্রী জানান৷
সাংসদগণ মন্ত্রীকে এটাও জানান আগরতলা বিমানবন্দর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিমানবন্দর উন্নতি করার স্বার্থে ইতিমধ্যে ৭৬,৭৩০ একর জমি অধিগ্রহণ করে এএ৭ এর হাতে তুলে দিয়েছে৷ তার জন্য রাজ্য সরকারকে জমির দাম এবং স্থানচ্যুত পরিবার সমূহকে পুনর্বাসন বাবদ ৩৮১৪ কোটি টাকা খরচ করতে হয়েছে৷ এএ৭-এর অনুরোধে নতুন টার্মিনাল ভবন নির্মাণের জন্যও অতিরিক্ত আরো ১০৬৫ একর জমি অধিগ্রহণ করে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে৷ মন্ত্রী উত্থাপিত সমস্ত বিষয় সমূহ বিশদভাবে বিবেচনার জন্য আশ্বাস দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *