নিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক আরো প্রশস্ত করার লক্ষ্যে বীরচন্দ্র মনু থেকে শান্তিরবাজার পর্যন্ত সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য অভিযানে নেমেছে প্রশাসন৷ বোলডজারের সাহায্যে অবৈধ নির্মাণ ভেঙ্গে দিয়ে জায়গা দখলমুক্ত করার কাজ চলেছে দ্রুতগতিতে৷
আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশাপাশি আগরতলা সাব্রুম জাতীয় সড়কও চারলেন করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ সে জন্য রাস্তার দুপাশের দখলদারদের কাছ থেকে জমি দখলমুক্ত করা খুবই জরুরি৷ সে লক্ষ্যকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমা প্রশাসন বীরচন্দ্র মনু থেকে শান্তিরবাজার পর্যন্ত রাস্তার দুপাশ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ ইতিপূর্বেই জবর দখলকৃত জায়গার দখল ছাড়ার জন্য প্রশাসনের তরফে সর্বশেষ নোটিশও পাঠানো হয়েছে৷ যারা জমির দখল ছাড়েননি তাদের ঘরবাড়ি বাউন্ডারি ওয়াল ইত্যাদি ভেঙ্গে জমিদখলমুক্ত করার কাজ চলেছে৷ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বোলডজারের নিয়ে উচ্ছেদ অভিযান৷ মহকুমা শাসক নিজে দাঁড়িয়ে থেকে উচেছদ অভিযানে নেতৃত্ব দেন৷ অনেকেই দোকানপাট ভাঙ্গার আগে মালপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন৷ তাতে সন্তোষ ব্যক্ত করেছেন মহকুমা শাসক৷ যারা ক্ষতিপূরণ পেয়েছেন তারা স্বউদ্যোগেই দোকানপাট ভেঙ্গে নিয়েছেন বলে জানান তিনি৷
মহকুমা শাসক ছাড়াও অভিযান চলাকালে আরক্ষা প্রশাসনের পদস্থ আধিকারিক, রেভিনিউ দপ্তরের আধিকারিকসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন৷
2016-07-23

