নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই ৷৷ বুধবার সকাল ১০টায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য নাজেহাল হয়ে বিশালগড়ের চেলিখালা এলাকায় গ্রামবাসীরা মিলে বক্সনগরের মূল সড়ক অবরোধ করে৷ কারণ চেলিখালা মানুষ অতিষ্ট হয়ে আজ বিদ্যুতের জন্য রাস্তা অবরোধ করে৷ টানা সাতদিন ধরে চেলিখালার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে৷ তারা বারবার অভিযোগ করেও কোন সহযোগিতা পায়নি বরং অযথা তাদের সময় নষ্ট হয়েছে৷ তা মনে করে সাতদিন পর আজ বক্সনগরের মূল সড়ক টানা আড়াইঘন্টা অবরোধ করে বসে৷ বিভিন্ন দপ্তরের সরকারী অফিসার ও কর্মীরা প্রতিনিয়ত তাদের কর্তব্যের যে গাফিলতি করে চলছেন তায় দৃষ্টান্ত আজ গ্রামবাসীরা উপলদ্ধি করেছেন৷ টানা সাতদিন ধরে চেলিখালা গজারিয়া এলাকায় বিদ্যুৎহীন৷ বিশালগড়ের বক্সনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন৷ টানা আড়াইঘন্টা অবরোধে সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী৷ অবরোধকারীদের মুখে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের চরম কর্তব্য গাফিলতির কথা শুনে, এসডিপিও সঙ্গে সঙ্গে যোগাযোগ করে বিশালগড় বিদ্যুৎ দপ্তরের এসডিওর সঙ্গে৷ এবং অবরোধকারীদের আশ্বাস দেওয়া হয় ১ ঘন্টার মধ্যে এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে৷ এবং কথামতো বিকালের মধ্যেই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক পর্যায়ে চলে আসে৷ অবরোধকারীদের বক্তব্য দীর্ঘ একবৎসর ধরে পুরো এলাকায় বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ে৷ ৫ একদিন পর পর ছোট খাটো কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে গজারিয়া এলাকা৷ এলাকাবাসী বিদ্যুৎ অফিসে গিয়ে নিজেদের গাড়ী করে বিদ্যুৎকর্মীদের এনে কোন রকমে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেয়, এবং কর্মীদের হাতে কিছু নগদ টাকা সহ চা, মিষ্টির ব্যবস্থা করে দেয়৷ গজারিয়া এলাকায় স্থানীয় মানুষ বহুবার দপ্তরের উপর মহলে এসডিও এর নিকট অভিযোগ জানায়৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ এলাকাবাসীরা সিপাহীজলা জেলা সভাধিপতির বাকয় উদ্দিনের নিকটও বিস্তারিত বিদ্যুৎ বিভ্রান্তির কথা তুলে ধরেন৷ স্থানীয় শাসক দলের বড় বড় নেতা আমলাদের বারবার তাদের সমস্যার কথা তুলে ধরেন এতেও কোন সমাধান হয়নি৷ শেষ পর্যন্ত আজ এলাকাবাসীরা সকলে মিলে রাস্তা অবরোধ করবে বলে সিদ্ধান্ত করে৷ এবং অবরোধ করেও বসে, সমস্যাও সমাধান হয়েছে৷ অবরোধের সঙ্গে সঙ্গেই একঘন্টার মধ্যেই কিভাবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হল? তাহলে এতোদিন কি কর্মীরা কর্তব্যের গাফিলতিই করে চলছিলো? নাকি এই রাজ্যে রাস্তা অবরোধ ছাড়া কোন ন্যায্য অধিকার পাওয়া যায় না? আসলে এই রাস্তা রোখো পথ অবরোধের নৈপথ্যে মূল রহস্যটা খঁুজে বের করা মুশকিল হয়ে পড়েছে৷ বিশালগড়ে প্রতিটি জায়গায় জনগণ তাদের ন্যায্য বিচার অধিকার পাওয়ার জন্য এমনকি জল, বিদ্যুৎ, পূর্ত্ত, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সবকিছুর জন্য এখন রাস্তা অবরোধ কর্মসূচী বেঁচে নিয়েছে৷ তাছাড়া বিদ্যুৎ যোগাযোগ হলেই দপ্তরের টেলিফোনের রিসিভার উঠিয়ে রাখা ও তাদের নিত্য দিনের কাজ৷ সর্ব সাধারনের এই সমস্যাগুলি হয়তো স্বর্ণযোগের পরিণতি৷ এভাবেই কি আমজনতা দিনের পর দিন ভোগান্তির স্বীকার হতে থাকবে?
2016-07-21