BRAKING NEWS

ত্রিপুুরায় জাতীয় সড়কের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ আগরতলা-উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে যেসব জায়গা আভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে পড়ে সেগুলির প্রয়োজনীয় ছাড়পত্র প্রাপ্তি তরান্বিত করার জন্য বনদপ্তরকে অবিলম্বে পদক্ষেপ নিতে নিদের্শ মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এছাড়া যেসব বাজার এলাকার দোকান সমূহ ঐ রাস্তার মধ্যে পড়ে সেগুলিকেও সরিয়ে নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷
আজ মহাকরণের কনফারেন্স হলে রাজ্যের জাতীয় সড়কের কাজের অগ্রগতি বিষযে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের মধ্যে যে সকল বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি রয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে অবিলম্বে সেগুলি সরিয়ে নিতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ সংস্থা এন এইচ আই ডি সি এল যাতে দ্রুত রাস্তার কাজ শুরু করতে পারে সে জন্য আগামী আগষ্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাস্তার প্রয়োজনীয় অংশ সংশ্লিষ্ট সকলকে যৌথ ভাবে পরিদর্শন ও সমস্যাগুলি চিহ্ণিত করে দ্রুত সমাধান করতে হবে৷ এজন্য তিনি মুখ্য সবিচকে প্রয়োজনীয় ব্যবস্থ নিতে নিদের্শ দেন৷ এদিকে ধর্মনগর- কৈলাসহর- কমলপুর- খোয়াই- তেলিয়ামুড়া-অরপুর হয়ে সাব্রুম পর্যন্ত জাতীয় সড়কের ডাবল লেন রূপান্তরের জন্য ডি পি আর তৈরির কাজ এন এইচ আই ডি সি এল আগামী ৫/৬ মাসের মধ্যে সম্পন্ন করবে বলে সংস্থার সি এম ডি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে মুখ্যমন্ত্রী সভায় উল্লেখ করেন৷
আজকের সভায় মুখ্যসচিব যশপাল সিং ছাড়াও মুখ্যমন্ত্রীর প্রধান সচিব এম নাগারাজু, পূর্ত দপ্তরের সচিব লোকরঞ্জন মুখ্যবাস্তুকার (জাতীয় সড়ক) দীপক দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *