নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুলাই৷৷ চৌদ্দমাসের সন্তান ও স্বামীকে ছেড়ে প্রতিবেশী যুবকের সাছে পালিয়ে যাওয়া এক গৃগবধূকে আটক করা হয়েছে৷ সেই সঙ্গে আটক করা হয়েছে যুবকটিকেও৷ ঘটনা খোয়াইয়ে৷ সংবাদে প্রকাশ গত ৫ মার্চ খোয়াই থানার সিঙ্গিছড়া এলাকায় স্বামী ও চৌদ্দ মাসের শিশুকে ফেলে এক গৃহবধূ পরকীয়া প্রেমে পড়ে ঐ পাড়ারই এক যুবকের সাথে পালিয়ে যায়৷ এই ব্যাপারে পলাতক স্ত্রীর স্বামী ও পরিবারের লোকজন খোয়াই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডাইরী করেন৷ কিন্তু পুলিশ তৎক্ষনাৎ কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ চারমাস ধরে শিশুকন্যাকে নিয়ে অসহায় পিতা মহা বিপাকে পড়ে আছেন৷ আইনী জটিলার কারনে তিনি দ্বিতীয় বিয়েও করতে পারছেন না৷ সিঙ্গিছড়া এলাকার বিভু শব্দকর নামে একুশ বছরের এক যুবকের সাথে নতুন সংসার পেতে ভালই রয়েছে সিমা শব্দকর৷ এদিকে স্বামী সুকান্ত দেবনাথ চরম দুর্দশায় রয়েছে৷
বারবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সুকান্ত৷ শেষ পর্যন্ত খোয়াই থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া এই বিষয়ে তৎপরতা চালায়৷ শনিবার আটক করা হয় সিমা ও বিভুকে৷ নিয়ে যাওয়া হয় খোয়াই থানায়৷ গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ বোঝাপড়ার মাধ্যমে সিমা শব্দকরকে তার স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়ার প্রাথমিক চেষ্টা করা হবে৷ যদিও সিমা একগুয়েমি করে চলেছে যে সে সুকান্তের সাথে আর সংসার করতে রাজি নয়৷
2016-07-17