কল্পনা দাস হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ চাঞ্চল্যকর কল্পনা হত্যা মামলায় সাক্ষগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্টে৷ শনিবার কোর্টে মৃতার ছোট ভাই অজিত দাস সাক্ষী দিয়েছেন৷ এদিন কোর্টে সরকার পক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরাও করেছেন৷ এই মামলায় আরও সত্তর জন সাক্ষী দেবেন৷
উল্লেখ্য, ২০১৫ সালে ১৬ এপ্রিল রানীরবাজার বৃদ্ধিনগরস্থিত নিজ বসতঘরেই নৃশংসভাবে খুন হয়েছিলেন কল্পনা দাস৷ এই হত্যা মামলায় মূল অভিযুক্ত তাঁর স্বামী জীতেন দাস৷ পুলিশ এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে জীতেন দাস সহ আরও ছয়জনকে গ্রেপ্তার করে৷