শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অসমে শুরু বিজেপি-র মন্ত্রী-বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কার্যসূচি

map of assamগুয়াহাটি, ১২ জুলাই, (হি.স.) : জনগণের বিপুল সমর্থনে অধিষ্ঠিত অসমের ক্ষমতাসীন বিজেপি-র মন্ত্রী-বিধায়করা যাতে রাজ্যবাসীকে সুশাসন দিতে দিতে পারেন সেই লক্ষ্যে তাঁদের প্রশিক্ষণ কার্যসূচি শুরু করেছে দল। গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের স্প্রিং ভ্যালি রিসোর্ট-এ ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’ শীর্ষক অনুষ্ঠেয় আজ এবং কাল দুদিনের এই প্রশিক্ষণ কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন দলের উপ-সভাপতি বিনয় সহস্রবুদ্ধি, দুই সাধারণ সম্পাদক রাম মাধব ও পি মুরুলীধর রাও, ভি সতীশ-সহ আরও অনেক শীর্ষ নেতা। আগামীকাল উপস্থিত থাকবেন বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ।
ভারত মাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ মঙ্গলবার আজকের অনুষ্ঠান শুরু করেন দলের কেন্দ্রীয় সংগঠন সম্পাদক রামলাল, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, উত্তর-পূর্বাঞ্চল ও অসমের প্রভারী অজয় জামুয়াল ও ড. মহেন্দ্র সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়্স্থ, রাজ্যের অর্থ-স্বাস্থ্য-পরিকল্পনা মন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ। আজকের কর্মসূচিতে আরএসএস-এর কয়েকজন পদাধিকারীও উপস্থিত ছিলেন। দুদিনের এই প্রশিক্ষণ কার্যসূচিতে গোটা উত্তর-পূর্বাঞ্চলের মন্ত্রী-বিধায়করাও অংশগ্রহণ করেছেন। নির্দিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষণ দেবেন বিনয় সহস্রবুদ্ধি, রাম মাধব, পি মুরুলীধর রাও, ভি সতীশ প্রমুখ।
অমিত শাহ উপস্থিত থাকবেন আগামীকালের প্রশিক্ষণ কার্যক্রমে। এদিন প্রশিক্ষণস্থলের বদলে গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে তাঁর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হবে নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা উত্তর-পূর্ব গণতান্ত্রিক মোর্চা (নেডা)-র সদস্য দলের প্রতিনিধি তথা উত্তর-পূর্বের বিভিন্ন অ-কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এতে উত্তর-পূর্ভাঞ্চলকে কংগ্রেসমুক্ত করার কৌশল সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা গেছে।
দুদিনের প্রশিক্ষণ কার্যক্রমে অসমের ৬০ বিধায়কের পাশাপাশি অরুণাচল প্রদেশের ১১, নাগাল্যান্ডের চার এবং মণিপুরের দুই বিধায়কও অংশগ্রহণ করেছেন। জনসাধারণের সঙ্গে কেমন আচরণ করতে হবে, সরকারের উন্নয়নমূলক প্রকল্প ইত্যাদি বাস্তবায়িত করে সেগুলিকে কীভাবে জনতার কাছে নিয়ে যেতে হবে, সংবাদ মাধ্যমের সামনে কী করে বক্তব্য পেশ করতে হবে ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দেবেন শীর্ষ নেতৃবর্গ।