নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ নিম্ন আদালতে নতুন পাঁচজন এপিপি নিযুক্ত করল রাজ্য সরকার৷ সূত্র অনুসারে জানা গেছে, সরকারি আইনজীবী প্যানেল থেকেই নতুন পাঁচজনকে এপিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ পুরোনো পাঁচজন এপিপিকে বাদ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এপিপি ইনচার্জ পদে আইনজীবী তপন সাহার পরিবর্তে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী উত্তম ব্যানার্জিকে৷
উল্লেখ্য, এপিপি নিয়োগ নিয়ে কয়েকদিন আগে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল হয়েছিল৷ তাতে অভিযোগ করা হয়েছিল, নিম্ন আদালতে যারা এপিপি রয়েছেন তাদের আইন পরিচালনায় দক্ষতার অভাব রয়েছে৷ এজন্য বহু মামলায় আসামীরা খালাস হয়ে যায়৷ উচ্চ আদালতের তদানীন্তন মুখ্য বিচারপতি দীপককুমার গুপ্তা রাজ্য সরকারকে এপিপি নিয়োগের ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়ে মামলাটির নিষ্পত্তি করেন৷ তাতে বলা হয়েছিল, এপিপি নিয়োগের ক্ষেত্রে যাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকে৷ তবে, রাজ্য সরকার আপাতত সে নির্দেশিকার পথে না হেঁটে সরকার পক্ষের আইন পরিচালনায় গুণমান বাড়াতে এক সাথে পাঁচজন এপিপিকে বাদ দিয়ে নতুন পাঁচজন এপিপি নিয়োগ করেছে৷
2016-07-12