আশা’র কাজকর্ম নিরাশার, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Badalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ আশা কর্মীদের প্রতি এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ একাংশ আশা কর্মী কেবল মোটা বিল বানিয়ে ভাতা আদায় করেন৷ কিন্তু দায়িত্ব পালনে তারা ভীষণ গাফিলতির প্রমাণ দিচ্ছেন৷ একাংশ আশাকর্মীদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী তাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করিয়ে দিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রী আশা কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহর এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবায় নিজেদের আরো বেশিভাবে নিয়োজিত করতে হবে৷ কারণ, স্বাস্থ্য পরিষেবায় আশা কর্মীদের এক বিরাট ভূমিকা রয়েছে৷ সোমবার আগরতলায় তীব্রতর ডায়েরিয়া নিয়ন্ত্রণ পক্ষকাল এবং বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী রাজ্যের একাংশ আশাকর্মীদের বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী আশাকর্মীদের প্রতি চরম হতাশা প্রকাশ করে বলেন, যে উদ্দেশ্যে তাদের নিয়োগ করা হয় অনেক ক্ষেত্রেই গাফিলতি পরিলক্ষিত হচ্ছে৷ একাংশ আশা কর্মীরা তাদের কাজ ঠিকঠাক মত করছেন না৷ এমন বহু অভিযোগ স্বাস্থ্য দপ্তরে জমা পড়ছে৷ অথচ দেখা যাচ্ছে, পরিষেবা দেওয়ার নাম করে একাংশ আশাকর্মীরা মোটা বিল বানিয়ে ভাতা আদায় করে নিচ্ছেন৷ গ্রাম পঞ্চায়েতগুলো প্রত্যন্ত অঞ্চলে আশাকর্মীদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গুরু দায়িত্ব তুলে দেয়৷ অথচ সেখানে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে৷ এবিষয়ে তিনি গ্রাম পঞ্চায়েত গুলির উদ্দেশ্যে বলেন, আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে কাজ করতে হবে৷ যারা দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করবেন তাদেরকেই বাছাই করতে হবে৷ তবেই প্রত্যন্ত অঞ্চলে মানুষ উপকৃত হবেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে আশাকর্মীদের সহায়তায় গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ লাভ করতে পারেন৷ আশাকর্মীরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নিরাপদ প্রসবের ব্যবস্থা করে থাকেন৷ ফলে, শিশু মৃত্যুর হার এরাজ্যে অনেক কমেছে৷ এক তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোটা দেশে শিশু মৃত্যুর হার ৪০৷ সে জায়গায় রাজ্যে শিশু মৃত্যুর হার ২১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে৷ এর জন্য তিনি আশা কর্মীদেরও কুর্ণিশ জানিয়েছেন৷ তবে, একাংশ আশা কর্মী যারা দায়িত্ব ভুলে যান তাদের নিজেদের পরিশোধিত করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *