সিরিয়ায় আইএস জঙ্গিদের বলি হলেন চার ফুটবলার

রাকা, ৯ জুলাই (হি.স.) : চার সিরিয় ফুটবলারের শিরশ্ছেদ করল জঙ্গিগোষ্ঠী আইএস| এই চার ফুটবলারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে তারা| এছাড়াও আইএসের নেতাদের মতে ফুটবল ইসলাম বিরোধী| এই জন্যই আইএসের হাতে বলি হলেন ওই চার ফুটবলার|
সিরিয়ার জনপ্রিয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড় তারা| সিরিয়ার রাকা শহরে সবার চোখের সামনেই ওই চার ফুটবলারের শিরচ্ছেদ করে জঙ্গিরা| সেই সময় অনেক শিশুও সেখানে উপস্থিত ছিল| তাদের চোখের সামনেই হত্যা করা হয় ফুটবলারদের| এভাবে চোখের সামনে মানুষের শিরশ্ছেদের দৃশ্য দেখে শিশুরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে| এই চার ফুটবলার কুর্দ বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজির চর হিসেবে কাজ করত বলে দাবি করেছে আইএস|
শিরশ্ছেদ করার পর টুইটারে মৃত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে আইএস| ছবিতে সেই শিশুদের ভয়ার্ত চেহারা ফুটে ওঠে| নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, এহসান আল শেখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ এমনটাই জানিয়েছে আইএস | প্রসঙ্গত দুবছর আগে থেকেই রাকা শহর দখল করে নেওয়ার পর সেখানে ফুটবলসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করে আইএস| গতবছর এশিয়ান টুর্নামেন্টে ইরাক ও জর্ডানের মধ্যে ফুটবল ম্যাচ দেখার অভিযোগে ১৩ শিশুকে শিরশ্ছেদ করে খুন করে আইএস জঙ্গিরা|-