দিল্লির কনট প্লেস এলাকার সিনেমা হলে বোমাতঙ্ক

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): বোমাতঙ্ক ছড়াল দিল্লির কনট প্লেস এলাকার একটি সিনেমা হলে| শনিবারের ঘটনা| খবর পাওয়া মাত্রই, ওডেওন নামের ওই সিনেমা হলে পেঁ ছয় দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড| তল্লাশি চালানোর পর দিল্লি পুলিশের তরফে জানিয়েছে, সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি|