জিবিতে জলের সংকট মেশিন নষ্টকারীর সন্ধানে, পুলিশের দ্বারস্থ এমএস

AGMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ জি বি হাসপাতলে রহস্যজনক ভাবে জলের মেশিন বিকল হয়ে গিয়েছে৷ এই রহস্য উদ্ঘাটনের জন্য হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ সুব্রত বৈদ্য জি বি ফাঁড়িতে একটি এফআইআর করেছেন৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অস্থি বিভাগের জলের ট্যাঙ্ক উপচে অনবরত জল পড়ছে৷ এর ফলে বিভাগের তীব্র জলের সঙ্কট দেখা দেয়৷ জি বি কর্তৃপক্ষের অভিযোগ কে বা কারা মূল মেশি বিকল করে দেওয়াতে জল ওভারফ্লু হতে থাকে৷ মূল মেশিনটির বাজরমূল্য প্রায় তিন কোটি টাকা৷ মেশিনটি নষ্ট করে দেওয়ার কারণেই মূল বিপত্তি৷ বাধ্য হয়ে জল সংকট নিবারণের জন্য আগরতলা পুর নিগমের কাছ থেকে ছোট ছোট ট্যাঙ্ক দিয়ে অস্থি বিভাগে জল সরবরাহ করা হচ্ছে৷ রোগীর সংখ্যা বেশি থাকায় পুর নিগমের দেওয়া জলে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ এই বিষয়টি জানাজানি হওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘোটনা খতিয়ে দেখে৷ মেশিন নষ্ট করা ডি ডব্লিও এস কর্মীদের খোঁজে বের করতেই হাসপাতাল সুপার পুলিশের দ্বারস্থ হন৷ মেডিক্যাল সুপার জানিয়েছেন এই মেশিনের তদারকির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীকে বরখাস্ত করা হয়েছে৷ এদিকে, কে এই মেশিন নষ্ট করেছে তার সন্ধান এখনও পুলিশ দিতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *