ইসলামিক স্টেট জঙ্গিরা জাহান্নামের কুকুর ঃ আসাদুদ্দিন ওয়েইসি

হায়দরাবাদ, ৯ জুলাই (হি.স.): ইসলামিক স্টেট জঙ্গিরা জাহান্নামের কুকুর| আইসিস জঙ্গি সংগঠনকে এভাবেই কড়া ভাষায় নিন্দা করলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়েইসি| শুক্রবার মুসলিম যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ওয়েইসি বলেছেন, `ইসলামের জন্য বাঁচো, মৃতু্য বরণ করো না, মানবতার জন্য বাঁচো| এটা আমাদের দেশ| তাই ঐক্যবদ্ধ থাকুন|’
হায়দরাবাদে আইসিস-এর প্রতিবাদে আয়োজিত এক সভায় ওয়েইসি বলেছেন, `মদিনায় যারা হামলা চালিয়েছে তারা ইসলামের শত্রু| ইসলামিক স্টেট জঙ্গিরা আসলে জাহান্নামের কুকুর|’ ওয়েইসি দাবি করে বলেছেন, `আইসিস জঙ্গি সংগঠন সমগ্র মানবতার পক্ষেই বিপদ|’