BRAKING NEWS

গুলশান ও কিশোরগঞ্জের বিস্ফোরণ খতিয়ে দেখতে বাংলাদেশ যাচ্ছে ভারতের এনএসজি

NSG copyনয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান বেকারির জঙ্গী হাতনার তদন্ত করবে ভারত| ঢাকার রেস্তরাঁয় হামলা ও কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি বিশেষ দল| ১ জুলাই ঢাকায় জঙ্গিহানার ঘটনাস্থল খতিয়ে দেখতে এনএসজি-কে সেখানে পাঠানোর জন্য বাংলাদেশের কাছে আবেদন করেছিল ভারত সরকার| এই আবেদনে সম্মতি দেয় সেদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ| এরপরই পড়শি দেশে যেতে এনএসজি-কে নির্দেশ দেওয়া হয়|
এই দলে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের রাখা হয়েছে| এরা ১ জুলাইয়ের ঘটনাটি খতিয়ে দেখবেন| পাশাপাশি আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের বিস্ফোরণের ঘটনারও পর‌্যালোচনা করবেন এনএসজি | আর বাংলাদেশ সরকারের সাহায্যেই পুরো পরিস্থিতিটি খতিয়ে দেখতে চাইছে | এর ফলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে দুই দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলেও ধারণা কূটনৈতিক মহলের|
গত সপ্তাহেই ঢাকায় রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ২০ জনের মৃতু্য হয়েছিল| আর আজ ঈদের নামাজ চলার সময় কিশোরগঞ্জে বিস্ফোরণ হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *