নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ সোনামুড়া আদালতের প্রায় ২৪ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় জড়িত আদালতের দুই কর্মীকে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ৷ শুক্রবার সোনামুড়া থনার পুলিশ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রাণেশ ভৌমিক ও সঞ্জিত দেববর্মাকে তাদের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে আসেন৷ বর্তমানে সোনামুড়া থানায় ঐ দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য, বিভিন্ন সময়ে আদালতের ফাইল মানির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার বদলে ঐ টাককা আত্মসাৎ করেছিল আদালতের দুই গুণধর কর্মী৷ জানা যায়, দীর্ঘ সময় সোনামুড়া আদালতের টাকা ঐ দুই কর্মী প্রাণেশ ভৌমিক ও সঞ্জিত দেববর্মা সোনামুড়া ইউবিআই ব্যাঙ্কে জমা দিতেন৷ গত ২২ জুন ধরা পড়ে যে ব্যাঙ্গে সোনামুড়া আদালতের কোন টাকা জমা পরেনি বিগত ছয়মাস যাবত৷ আরো জানা গেছে বিভিন্ন সময় ব্যাঙ্কের শীলমোহর ও রসিদ নকল করে এ টাকা আত্মসাৎ করা হয়েছে৷ এই ঘটনায় সোনামুড়া আদালতের এক কর্মী এই দুজনের নামে সোনামুড়া থানায় মামলা করলে পুলিশ শুক্রবার বিকেল নাগাদ তাদের আটক করে৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে৷ জানা যায় ঐ জিজ্ঞাসাবাদ চলাকালে আরো কয়েকজনের নাম বেরিয়ে আসতে পারে৷
2016-07-02

