দেরাদুন, ২ জুলাই (হি.স.): প্রবল বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে| শনিবার পুলিশ জানিয়েছে, ধসে চাপা পড়া গ্রামগুলি থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে| চামোলি এবং পিথোরাগড় জেলার ৬টি গ্রামে ৩৯ জন মারা গিয়েছেন বলে পুলিশ আশঙ্কা করছে| উত্তরাখণ্ডে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন|
মেঘভাঙা বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তেদ গ্রাম| ওই গ্রামে কমপক্ষে ৩০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা পুলিশের| মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়েছে ৬০টির বেশি বাড়ি| কমপক্ষে ২০০টির বেশি গবাদি পশু মারা গিয়েছে| উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল| তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল বিপর্যস্ত এলাকায় পৌঁছতে পারছে না|
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে মাত্র দু’ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে| বিপদসীমার উপর দিয়ে জল বইছে একাধিক নদীতে| ভারী বৃষ্টির জেরে সড়কের উপর দিয়ে জল বইছে| যার জেরে গঙ্গোত্রী ধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে| ধসের জেরে চম্বা-ঋষিকেশ ৯৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়|