জয়েন্টের কাউন্সেলিং শুরু ৯ জুলাই

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আয়োজিত ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কাউন্সেলিং ৯ই জুলাই থেকে শুরু হচ্ছে৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা সুরজিৎ চক্রবর্তী এ সংবাদ জানিয়েছেন৷
রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চলতি বছরের কাউন্সেলিং আগামী ৯ জুলাই থেকে শুরু হবে৷ এবারও প্রীতিলতা মাতঙ্গিনী সভাগৃহে অনুষ্ঠিত হবে এই কাউন্সেলিং৷ এবং তা চলবে ১৪ জুলাই পর্যন্ত৷ এদিন এ সংবাদ জানিয়ে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডা সুরজিৎ চক্রবর্তী জানান, ৭,৮ ৯ এবং ১০ এই চারদিন পিসিবি গ্রুপের এবং ১১,১২, ১৩, ও ১৪ জুলাই পর্যন্ত পিসিএম গ্রুপের কাউন্সেলিং চলবে৷ এদিন পর্ষদের চেয়ারম্যান আরো জানান, প্রথম রাউন্ডেরগ কাউন্সেলিং এ যারা অনুপস্থিত থাকবেন তারা দ্বিতীয় বা তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে থাকতে পারবেন না৷ কাউন্সেলিংয়ে উপস্থিত থাকার সময় জয়েন্ট এন্ট্রান্সের মার্কস্লিপ এডমিট কার্ড, উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট অন্যান্য আসল নথিপত্রাদি ছাত্রছাত্রীদের সাথে থাকতে হবে৷ কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে৷