BRAKING NEWS

বিএসএফের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে নালিশ সীমান্তবাসীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ রাজ্যের বিভিন্ন সীমান্তে নানা সময়ে সংঘটিত জনতা ও সীমান্তরক্ষী বাহিনীর গন্ডগোলের বিষয়ে বিস্তারিত জানলেন স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব সুশীল কুমার৷ রাজ্য সফরে এসে তিনি বিভিন্ন সীমান্ত এলাকা সফর করতে গিয়ে সীমান্ত এলাকার বসবাসকারী জনগণের কাছ থেকে নানা অভিযোগ, দাবী ও আপত্তি শোনেছেন৷ পাশাপাশি তিনি সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান ও অফিসারদের মতামতও জেনেছেন৷ জনতা ও বিএসএফ উভয়ের বক্তব্য শোনার পর তিনি জানান খুব শীঘ্রই এই সব সমস্যার সমাধান করা হবে৷
Photo No.1666666666666666666সোনামুড়া মহকুমার এনসি নগর ও দুর্গাপুর গাঁওসভায় কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু করার ক্ষেত্রে সমস্যা খতিয়ে দেখতে কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিব সুশীল কুমার রবিবার সংশ্লিষ্ট এলাকা সফর করে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷
ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে প্রায় ১১ বছর আগে৷ কিন্তু এখনো নানা জটিলতার কারণে বিভিন্ন সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা যায়নি৷ এসব সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে গৃহমন্ত্রকের সচিব সুশীল কুমার রাজ্য সফরে এসেছেন৷ রবিবার তিনি সোনামুড়া মহকুমা সফর করেছেন৷ সফরকালে এনসি নগর ও দুর্গাপুর সীমান্ত গ্রামে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ দুটি গাঁওসভার প্রধানদের নিয়ে তিনি বৈঠক করেন৷ গৃহমন্ত্রকের সচিবকে জানানো হয়, দুটি এলাকাই ঘনবসতি৷ কাঁটাতারের বেড়া দেওয়া হলে বহু বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হবে৷ চাষযোগ্য বহু জমি কাঁটাতারের বেড়ার ওপারে চলে যাবে৷ কাঁটাতারের বেড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়৷ গৃহমন্ত্রকের সচিব সিপাহিজলা জেলার জেলাশাসককে নির্দেশ দেন এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কাঁটাতারের বেড়া দেবার কাজ শশুরু করার জন্য৷ গৃহমন্ত্রকের সচিবের আশ্বাসে সন্তোষ ব্যক্ত করেছেন সীমান্তবাসীরা৷ তারা তাদের দীর্ঘদিনের দাবি আদায়ে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেছেন সীমান্ত গ্রামের লোকজন৷ আশা করা যাচ্ছে শীঘ্রই সোনামুড়ার এনসি নগর ও দুর্গাপুর সীমান্ত গ্রামে কাঁটাতারের বেড়া দেবার কাজ শুরু হবে৷
কেন্দ্রীয় গৃহমন্ত্রকের সচিবের সঙ্গে সফরসঙ্গী ছিলেন সিপাহিজলা জেলার জেলাশাসক প্রদীপ কুমার চক্রবর্তী, জেলা পুলিশ সুপার প্রদীপ দে, এবং বিএসএফের পদস্থ আধিকারিকরা৷সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক সচিব, আইএসএস সুশীল কুমার গত ২৪ জুন আগরতলায় পৌঁছান এবং গত ২৫ জুন তিনি উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলি পরিদর্শন করেন৷ তাঁর সঙ্গে ছিলেন বিএসএফএর অতিরিক্ত ডিজি, আইপিএশ আর পি সিং এবং বিএসএফ ত্রিপুরার আইজি জে বি সাঙ্গোয়ান৷
সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক সচিব রাজ্যের পূর্ব প্রান্তের অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল বরাবর সফর করেন এবং সীমান্তে বেড়া নির্মাণ ও সীমান্তবর্তী এলাকায় রাস্তা তৈরির কাজের অগ্রগতির পরিদর্শন করেন৷
সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক সচিব কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ খানতালাঙ বিওপিতে বিএসএফ এর ফিল্ড কমান্ডার এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন৷ উল্লেখ্য, এই কমান্ডার এবং জওয়ানরা প্রতিকূল ও কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক সীমান্ত পাহারা দিচ্ছেন৷
কর্তব্য পালনের সময় জওয়ানদের সতর্ক ও সাবধান থাকতে তিনি পরামর্শ দেন৷ সীমান্তবর্তী এলাকা সমূহে কর্মরত নির্মাণ সংস্থার শ্রমিকদের নিরাপত্তা প্রদানে বিএসএফ এর ভূমিকার তিনি প্রশংসা করেন৷
তিনি প্রশাসনিক সমস্যা সম্পর্কে খোঁজখবর করে জানতে প ারেন যে বিওপিগুলিতে জলের ট্যাঙ্কার সাহায্যে জল সরবরাহ করা হয়৷ বিওপি গুলিতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের ব্যবস্থা সংক্রান্ত বিষয় সমূহ পরীক্ষা নিরীক্ষা করে সমাধান করার ইচ্ছা প্রকাশ করেন৷
এর আগে গত ২৪ জুন ২০১৬ তে রাজ্য, বিএসএফ এববং সীমান্তবর্তী এলাকায় কর্মরত নির্মাণ সংস্থার বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে সুশীল কমার বৈঠক করেন৷ বৈঠকে তিনি সীমান্তবর্তী এলাকায় কাজের এবং বিএডিপির পর্যালোচনা করেন৷ সংশ্লিষ্ট সকল সংস্থাকে আগামী মার্চ ২০১৭ সালের মধ্যে সীমান্তে বেণা নির্মাণের কাজ শেষ করতে তিনি নির্দেশ দেন৷ সীমান্ত সংলগ্ণ এলাকার জনগোষ্ঠীকে সীমান্ত বেড়ার প্রেক্ষিতে নিজ দেশে স্থান পরিবর্তনের জন্য জনগণকে গঠনমূলকভাবে যুক্ত করে রাজ্য সরকার, বিএসএফ সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ইচ্ছা প্রকাশ করেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক সচিব দেখা করেন এবং সীমান্তে বেড়া ও রাস্তা নির্মাণের কাজে ধীর অগ্রগতি সংক্রান্ত বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন৷
ব্যস্ততাপূর্ণ সফরসূচী সত্ত্বেও সীমান্ত এলাকার কর্মকান্ড এবং বিএডিপি প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সুশীল কুমার সন্তোষ প্রকাশ করেন৷ অবশ্য রাজ্যের গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলে এনপিসিসি কর্তৃক ধীরলয়ে কাজে তিনি অসন্তোষ ব্যক্ত করেছেন৷ রবিবার ত্রিপুরা বিএসএফ এ ফ্রন্টিয়ার সদর দপ্তর থেকে জারি করা এক প্রেস রিলিজে একথা জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *