BRAKING NEWS

বিএসএফের উদ্যোগে খাসিয়ামঙ্গলে নেশামুক্ত সমাজ গড়তে নানা কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,২৬ জুন৷৷ ভারতে সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র সীমান্তা রক্ষা করেই দায়িত্ব খালাস করেন না তার পাশাপাশি সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচীও প্রতিনিয়ত করে থাকে৷ বর্তমানে নব প্রজন্ম  বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে ধবংসের দিকে ধাবিত হচ্ছে৷ তার বিভিন্ন  অসামাজিক কাজেও লিপ্ত হচ্ছে৷ তাই আজকের যুবকদের নেশা থেকে মুক্ত হতে তেলিয়ামুড়ার খাসিয়ামঙ্গলস্থিত বিএসএফ সেক্টর এর ৪৮ তম বাহিনীর উদ্যোগে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক জনসচেতনতা মূলক বাইসাইকেল র্যালির আয়োজন করে বাহিনীর জওয়ানরা৷ সেক্টর হেডকোয়াটার খাসিয়া মঙ্গল থেকে শুরু করে র্যালিটি তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা সহ আসাম আগরতলা সড়ক পথ ধরে ত্রিশাবাড়িস্থিত রেল স্টেশন হয়ে পুনরায় সেক্টর হেডকোয়াটারে শেষ হয়৷ র্যালির  শুভ উদ্বোধন করে আজ সকাল দশটা  ত্রিশ মিনিটে ব্যাটেলিয়ানের  কমানডেন্ট নিরজ দুবে৷ এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাটেলিয়ানের অন্যান্য আধিকারিকরা জওয়ানরা বিভিন্ন প্রে কার্ড প্রদর্শন করে নেশার বিরুদ্ধে র্যালিতে অংশগ্রহণ করে৷ র্যালি সম্পর্কে বলতে গিয়ে বাহিনীর সিও নিরজ দুবে বলেন বর্তমানে যুব সমাজ বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে অসামাজিক কাছে লিপ্ত হচ্চে তাই বিভিন্ন গ্রাম্য এলাকায় এই সচেতনতা মূলক  র্যালি করে একটু হলেও যুব সমাজকে ধবংসের হাত থেকে বাঁচানো যাবে একইদিনে খোয়াইয়ের বর্ডার এলাকায় এই ধরনের সচেতনতা মূলক কর্মসূচী হাতে নেয় ৪৮ নং বিএসএফ বাহিনী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *