BRAKING NEWS

নির্মাণ কাজে ঘোটালা, পাঁচ বছর ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মিলেনি জল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুন৷৷ রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্ক৷ এই পানীয় জলের ট্যাঙ্কটি নির্মাণ করার পর পাঁচ টি বছর কেটে গেছে৷ কিন্তু এই ট্যাঙ্কটি থেকে এক ফোঁটা জলও পড়ল না৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের অপচয় চলছে অহরহ৷ স্থানীয় ব্লক প্রশাসনের জলের সমস্যাটি উপজাতি গিরিবাসীদের পানীয় জলের সমস্যাটি একই তিমিরে রয়ে গেল৷ খবরে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে আঠারমুড়া এডিসি ভিলেজের পানীয় জলের নগ্ণ চিত্র পাওয়া গেছে৷ এই ভিলেজের উপজাতি গিরিবাসীরা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে পানীয় জলের উৎস নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিল৷ এলাকাবাসীদের দাবি মতো মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন থেকে জাতীয় সড়কের পাশে একটি রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক তৈরি করে দিয়েছিল গত ২০১০ সালে৷ উল্লেখ্য থাকে এই ট্যাঙ্কটি নির্মাণ কাজে ব্যয় দেখানো হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা৷ অভিযোগ নির্মাণ কাজটি নিম্নমানের হওয়ার কারণে শুরু থেকেই অকেজো হয়ে যায় ট্যাঙ্কটি৷ যার ফলে ১৮ মুড়া এডিসি ভিলেজের উপজাতিদের পানীয় জলের সমস্যাটি মিটল না৷ বরং একই তিমিরে রয়ে গেল পানীয় জলের সমস্যা৷ রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক হল বৃষ্টির জলকে ধরে রাখার একটা উপায়৷ এই জল দিয়ে উপজাতিরা তাদের জলের চাহিদা মেটাতে পারে৷ কিন্তু আক্ষেপের বিষয় হল এই ট্যাঙ্কটি নির্মাণের পাঁচটি বছর কেটে গেছে৷ কিন্তু এই ট্যাঙ্কটি থেকে একদিনও জল পেল না উপজাতি গিরিবাসীরা৷ এমনিতে তীব্র গরমে সাধারণ মানুষের অবস্থা কাহিল৷ উপরন্তু জলের সমস্যা৷ বাধ্য হয়ে স্থানীয় উপজাতিরা ছড়ার পরিশোধিত জল দিয়েই তাদের জলের তেষ্টা নিবারণ করতে হচ্ছে৷ এলাকার উপজাতিরা অধুনা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত৷ এই রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কটি জঙ্গলের আগাছায় ঢাকা পড়ে গেছে৷ মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসন কর্তা নিজেও জানেন এই ট্যাঙ্কটির বৃত্তান্ত৷ এখন দেখার ব্যাপার প্রশাসন অকেজো ট্যাঙ্কটি সাড়াই করার কি উদ্যোগ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *