BRAKING NEWS

এনএসজি বৈঠকের আগে চুপিসাড়ে বেজিং ঘুরে এলেন বিদেশ সচিব

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.) : এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি)  বৈঠকের ঠিক আগে চুপিসাড়ে বেজিং ঘুরে এলেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। দু’দিন কাটিয়ে এলেন বেজিং-এ। চিনা বিদেশ সচিবের সঙ্গে বিশদে আলোচনা করলেন ভারতের অন্তর্ভুক্তির ইস্যু নিয়ে। শেষ পর্যন্ত চিন ভারতের এনএসজি-ভুক্তির প্রস্তাব সমর্থন করবে কি না স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসছে এনএসজি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আর বৈঠকের ঠিক আগে কাউকে প্রায় কিছুই জানতে না দিয়ে বেজিং সফর সারলেন ভারতীয় বিদেশ সচিব। গোটা ব্যাপারটাই মিটল চুপিসাড়ে। দেশের মানুষ তো দূর অস্ত, চিনা সংবাদ মাধ্যমও ঘুণাক্ষরে টের পেল না। ঘটনার চারদিন পর এই তথ্য সামনে এল।বিদেশ মন্ত্রক সূত্রের খবর ১৬ ও ১৭ জুন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর বেজিং সফরে ছিলেন। চিনের বিদেশ সচিবের সঙ্গে তিনি সবিস্তার আলোচনা করেছেন। এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাবে চিন যাতে বাধা না দেয়, এস জয়শঙ্কর দু’দিনের বেজিং সফরে সেই চেষ্টাই করেছেন।পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি সই না করা পর্যন্ত ভারতকে এনএসজি-তে ঢুকতে দেওয়া উচিত নয় বলে চিন অনেক দিন ধরেই সরব। যদি এনপিটি সই না করে ভারত এনএসজি-তে ঢোকে, তা হলে পাকিস্তানকেও এনএসজি সদস্যপদ দিতে হবে বলে বেজিং দাবি করেছে। এনএসজি সদস্য দেশগুলি যে সব সুবিধা ভোগ করে, ভারত সদস্য না হয়েও তার অনেকগুলিই ভোগ করে। ২০০৮ সালে ভারত-আমেরিকা অসামরিক পরমাণু চুক্তিকে সবুজ সঙ্কেত দিতে ভারতের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছিল এনএসজি। পাকিস্তান সে সব সুবিধা পায় না। চিনের বক্তব্য, এর পর যদি ভারতকে সরাসরি এনএসজি-র সদস্য করে নেওয়া হয়, তা হলে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া হবে।ভারতীয় বিদেশ সচিবের আচমকা এবং প্রায় নীরব বেজিং সফরও কিন্তু পাকিস্তানে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাক প্রধানমন্ত্রী বিদেশনীতি সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ এনএসজি-র বিভিন্ন সদস্য দেশের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। রাশিয়া, দক্ষিণ কোরিয়া-সহ বেশ কয়েকটি দেশে ফোন করে সরতাজ দরবার করেছেন বলে খবর। ইসলামাবাদ যেন বৈষম্যের শিকার না হয়, সরতাজ আজিজ বার বার সে কথাই বলছেন বিভিন্ন দেশে ফোন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *