BRAKING NEWS

তুইপ্রাল্যান্ডের দাবীতে আইপিএফটির আন্দোলনকে উস্কানিমূলক বলল সিপিএম

CPIM TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ ত্রিপুরাকে ভাগ করে আলাদা রাজ্য ‘তুইপ্রাল্যান্ড’ গঠনের দাবিতে আইপিএফটি আগামী ২২ জুন জাতীয় সড়ক অবরোধের যে ডাক দিয়েছে, ত্রিপুরা বামফ্রন্ট কমিটি তাকে দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হঠকারি সিদ্ধান্ত বলে অভিহিত করে এই কর্মসূচীর তীব্র বিরোধীতা করেছে৷ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে বামফ্রন্ট কমিটি এই কর্মসূচীর পেছনে রাজ্যের শান্তি-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং উস্কানিমূলক এই অবরোধের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের জন্য রাজ্যের জাতি-উপজাতি উভয় অংশের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷ পাশাপাশি রাজ্যের শান্তি-সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার জন্য সব অংশের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে৷
বামফ্রন্ট কমিটির বক্তব্য, আলাদা রাজ্যের দাবি নিয়ে আইপিএফটি ভিলেজ কমিটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল৷ কিন্তু এই নির্বাচনে প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে৷ এমনকি ২০১৫ সালে অনুষ্ঠিত এডিসি নির্বাচনে প্রাপ্ত ঘোটের হারও ভিলেজ কমিটি নির্বাচনে আইপিএফটি ধরে রাখতে পারেনি৷ ফলে এই দলের কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে৷ এই হাতাশাকে আরও বাড়িয়েছে সম্প্রতি কয়েক দফয় এনএলএফটি সন্ত্রাসবাদীদের বেশ কিছু সংখ্যক সদস্যের আত্মসমর্পণের উৎসাহব্যঞ্জক ঘটনা৷ বামফ্রন্ট কমিটি মনে করে, এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে আইপিএফটি এধরনের হঠকারি কর্মসূচী গ্রহণ করেছে, যার সঙ্গে রাজ্যের জাতি-উপজাতি জনগণের স্বার্থের কোনও সম্পর্ক নেই৷ আলাদা রাজ্য গঠনের দাবি ও এ দাবিতে জাতীয় সড়ক ২৪ ঘন্টা অবরুদ্ধ করার কর্মসূচীর বিরুদ্ধে রাজ্যের আওয়াজ তোলার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলিকে একসাথে চাইছে বামফ্রন্ট কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *