BRAKING NEWS

একলব্য সুকলের পলাতক ২২ ছাত্রীর হদিশ নেই, সুকল কর্তৃপক্ষের ভূমিকায় সন্দেহ

Ekalabyaনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন৷৷ তুলাশিখর ব্লকের অধীন পশ্চিম রাজনগর স্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল-এর ছাত্রী আবাস থেকে ২২ জন ছাত্রী দেওয়াল টপকে পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকাজুড়ে৷ যদিও ঘটনার দ্বিতীয় দিনেও সুকলের ধারে কাছে ভিড়তে দেওয়া হয়নি কোন মিডিয়া কর্মীদের৷ যদিও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে অনেকটা ক্ষোভ নিয়েই স্থানীয় কলাবাগান এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে প্রিন্সিপাল লিটন দেব এর সাথে সাক্ষ্যৎ করেন৷ গোটা ঘটনা প্রিন্সিপাল স্বীকার করে নিলেও ঘটনার কারন সম্বন্ধে তিনি যা বললেন তাতে স্থানীয় বাসিন্দারা সহমত হতে পারেননি৷ কেননা ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঐ ২২ জন ছাত্রীর সাথে কেউ কোন কথা বলতে পারেনি৷ স্থানীয় বাসিন্দারাও এদিন একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকলে গিয়ে ছাত্রীদের সাথে কথা বলার সুযোগ পর্যন্ত পাননি৷ এমনকি মিডিয়া কর্মীরা বৃহস্পতিবারের মতো শুক্রবারও সুকলে গিয়ে ছাত্রীদের সাথে দেখা করতে পারেনি৷ কারন সুকলের মূল ফটক বন্ধ করে রেখে দেন হোস্টেল সুপার প্রভা সরকার৷ শুক্রবারও মিডিয়া কর্মীদের দেখে ঐ ২২ জন ছাত্রী চিৎকার চেঁচামেচি করতে শুরু করে৷ মিডিয়া কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করে৷ কিন্তু হোস্টেল সুপার প্রভা সরকার সুকলের মূল ফটক বন্ধ করে রাখায় মিডিয়া কর্মীরা সুকলের অভ্যন্তরে প্রবেশই করতে পারেনি৷ এতে করে মূল ঘটনা এদিনও জানা সম্ভব হয়নি৷ এদিকে প্রিন্সিপাল লিটন দেব স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন যে, সুকল পড়াশুনার জন্য চাপ সৃষ্টি করাতেই নাকি ছাত্রীরা পালিয়েছিল৷ যদিও প্রিন্সিপালের এই বক্তব্যের সাথে সহমত হতে পারেননি স্থানীয় বাসিন্দারাই৷ কারন যদি পড়াশুনার জন্য চাপ দেওয়াতেই তারা পালিয়েছিল তবে কেন স্থানীয় বাসিন্দারা দেখা করতে চাইলেও ঐ ২২ জন ছাত্রীর সাথে তাদের দেখা করতে দেওয়া হয়নি৷ কেনই বা ছাত্রীদের মিডিয়ার সাথে মুখোমুখি হতে দেওয়া হচ্ছেনা৷
গতকালই খোয়াই একলব্য সুকলের ছাত্রী আবাসের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা সুকল থেকে পালিয়েছিল৷ এদিন বেলা ২টা নাগাদ একলব্য মডেল রেসিডেন্সিয়াল সুকল থেকে ২২ জন ছাত্রী পালিয়ে যাবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ মূহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে৷ শুরু হয় দৌড়ঝাঁপ৷ এদিন বিকেল ৫টা নাগাদ সুকল থেতে পলাতক ২২ জন ছাত্রীকেই খোয়াই চেবরী এলাকা থেকে উদ্ধার করা হয়৷ যদিও এমন ঘটনা প্রথম নয়৷ টানা তিনবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অভিভাবকদের মধ্যে উদ্বেগের ছায়া পরিলক্ষিত হচ্ছে৷ কেন একই সুকলের ছাত্র-ছাত্রীরা এভাবে সুকল থেকে পালানোর মতো কাজ করছে? স্থানীয় কলাবাগান এলাকার বাসিন্দাদের মধ্যে এই প্রশ্ণই উঠতে শুরু করে৷ আর এই প্রশ্ণের উত্তর খুঁজতেই শুক্রবার তারা সুকলে গিয়েছিলেন৷ কিন্তু প্রিন্সিপাল যে কারণ দর্শালেন তাতে একমত হতে পারেননি কেউই৷
সুকল পলাতক ছাত্রীরা গোটা ঘটনায় আলোকপাত করতে মিডিয়ার স্মরণাপন্ন হতে চাইলেও টানা দুদিন যাবত মিডিয়ার থেকে আড়ালে রাখা হচ্ছে তাদের৷ সুকল কর্তৃপক্ষ কোনও এক অজ্ঞাত কারনে ঐ ছাত্রীদের প্রকাশ্যে আসতে দিচ্ছেনা৷ বরং মিডিয়া কর্মীদের সুকলে পৌঁছাবার আগেই সুকলের প্রধান ফাটক বন্ধ করে দিচ্ছেন হোস্টেল সুপার প্রভা সরকার৷ তিনি মিডিয়া কর্মীদের সুকলের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন৷ আর সবটাই হচ্ছে প্রিন্সিপাল লিটন দেবের সহযোগিতায়৷ গোটা ঘটনায় যে বিরাট কোন কিছু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে আর কোন সন্দেহের অবকাশ থাকছেন৷ তবে আশ্চর্য্যজনক ঘটনা হল এত বড় ঘটনার পরও পুলিশ প্রশাসনকে জানানো হয়নি৷ এনিয়ে জনমনে ক্ষোভ ধুমায়িত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *