BRAKING NEWS

রাজ্য দখলের স্বপ্ণ সফল করতে উপজাতি আঞ্চলিক দলকে সঙ্গে চায় তৃণমূল, পৃথক রাজ্যের দাবী বহাল রেখে তৃণমূলের সাথে জোট করতে চায় আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ পৃথক রাজ্যের দাবিদাররা রাজ্যে ক্ষমতা দখলে তৃণমূল কংগ্রেসের দরবারে হাজির

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আইপিএফটি নেতৃত্ব৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আইপিএফটি নেতৃত্ব৷ ছবি নিজস্ব৷

হয়েছে৷ তৃণমূলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে পৃথক রাজ্যের দাবি মানলেই আগামী বিধানসভা নির্বাচনে জোট সঙ্গী হতে তাদের আপত্তি নেই৷ অবশ্য তৃণমূল পশ্চিমবঙ্গে পাহাড় টুকরো হতে দেয়নি, বরং সেখানে উন্নয়ন হয়েছে দাবি করে কার্যত রাজ্য ভাগের চক্রান্তকারীদের আবেদন খারিজ করে দিয়েছে৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা জানান, বামেদের বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাথে জোট করতে তাদের আপত্তি নেই৷ তবে, পৃথক রাজ্যের দাবি থেকে তারা কিছুতেই সরে আসবে না এবং এই বিষয়টি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কেও জানিয়ে দিয়েছেন তারা৷
গত ৩ জুন মুকুল রায় রাজ্য সফরে এসে উপজাতি আঞ্চলিক দলগুলির নেতাদের সাথেও বৈঠক করেন৷ রাজ্যে ক্ষমতা দখলে আগামী বিধানসভা নির্বাচনে একক শক্তি বৃদ্ধি করা মূল লক্ষ্য হলেও পাহাড়ে উপজাতি আঞ্চলিক দলগুলির সাথে আঁতাত করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন৷ এদিন, আইপিএফটির সভাপতি জানান, মুকুল রায়ের সাথে বৈঠকে বামেদের বিরুদ্ধে জোটে আপত্তি নেই জানালেও পৃথক রাজ্যের দাবি তৃণমূলকে মেনে নিতে হবে বলে শর্ত রাখেন তিনি৷ তাতে মুকুল বাবু পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরে বলেন, পাহাড় দুটুকরো করার আওয়াজ উঠেছিল৷ কিন্তু তৃণমূল কংগ্রেস সে দাবি মানে নি, বরং সেখানে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছে৷ এই রাজ্যেও পাহাড়ে উন্নয়নের ধারা বইবে তৃণমূলের হাত দিয়েই, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটির নেতাদের এই বলেই মুকুলবাবু পৃথক রাজ্যের দাবি কার্যত খারিজ করে দিয়েছেন৷
মুকুল রায়ের দাবির প্রতি অনেকটাই অসন্তোষ প্রকাশ করে এদিন এনসি দেববর্মা জানান, কোনভাবেই পৃথক রাজ্যের দাবি থেকে আইপিএফটি সরবে না৷ তৃণমূলের সাথে জোটে যেতে কোন আপত্তি নেই তাদের৷ কিন্তু এক্ষেত্রে তাদের পৃথক রাজ্যের দাবি মেনে নিতে হবে৷ তবেই বামেদের বিরুদ্ধে তৃণমূলের সাথে জোট গঠনে রাজি হবে আইপিএফটি৷
আসলে ছয় বিধায়ককে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস এরাজ্যে যাত্রা শুরু করার প্রস্তুতি নেওয়ার মুখে পাহাড় দখলের লক্ষ্যে উপজাতি আঞ্চলিক দলগুলিকেও সাথে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ কিন্তু পৃথক রাজ্য পশ্চিমবঙ্গেও মানেনি, ফলে ত্রিপুরাতেও এই দাবি মানার প্রশ্ণই আসেনা সে কথাও প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷ তবে, এরাজ্যে পাহাড় দখলের ক্ষেত্রে আইপিএফটি এবং আইএনপিটি উভয় নেতাদের সাথেই ইতিমধ্যে বৈঠক করেছেন মুকুলবাবু৷ এদের মধ্যে পৃথক রাজ্যের দাবিদাররা তাদের সাথে জোটের প্রশ্ণে শর্তও রেখেছে৷ সেক্ষেত্রে আগামীদিনে রাজ্যে ক্ষমতা দখলের স্বার্থে তৃণমূল কংগ্রেস পৃথক রাজ্যের দাবিদারদের শর্ত মেনে নেবে কিনা সে প্রশ্ণই এখন উঠছে৷ ক্ষমতা দখলের স্বার্থে পৃথক রাজ্যের দাবিদারদের শর্ত তৃণমূল কংগ্রেস মেনে নিলে পশ্চিমবঙ্গে এক নীতি এবং এরাজ্যের জন্য অন্য নীতি গ্রহণ করলে নিশ্চিতভাবেই সমালোচনার মুখে পড়তে হবে তাদের এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *