BRAKING NEWS

এলইডি লাইটে সাশ্রয় হওয়া টাকা লুটে নিচ্ছে ঠিকেদাররা, বুড়ো আঙ্গুল চুষছে পুর নিগম

LEDনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ এলইডি লাইট ব্যবহারের মাধ্যমে ৩৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়েছে৷ কিন্তু এই বিদ্যুৎ সাশ্রয়ে একটি টাকাও পুর নিগমের কোষাগারে ঢুকে নি৷ সূত্রের খবর, পুর এলাকায় যে সংস্থাকে এলইডি লাইট লাগানোর বরাত দেওয়া হয়েছিল তারাই সংস্কারের নাম করে বিদ্যুৎ সাশ্রয়ের যে আয় হয়েছে তা নিজেদের কোষাগারে ঢুকিয়ে দিচ্ছে৷
উল্লেখ্য, আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এলইডি লাইট লাগানো হয়েছে৷ তার প্রধান উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সাশ্রয়৷ যথারীতি বিদ্যুৎ সাশ্রয়ও হয়েছে৷ এক দুই শতাংশ নয়, পঁয়ত্রিশ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়েছে এই এলইডি লাইটের দৌলতে৷ কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পুর নিগমের কোষাগারে এই বিদ্যুৎ সাশ্রয়ের একটি টাকাও ঢুকেনি৷ যে সংস্থা এলইডি লাইট লাগানোর দায়িত্বে রয়েছে তারাই মুনাফার অর্থ নিজেদের কাছেই সংস্কারের নাম করে রেখে দিয়েছে৷ সূত্রের দাবি, এলইডি লাইট লাগানোর দায়িত্ব পুর নিগমকে দেওয়া হলে তাতে প্রায় কুড়ি লক্ষ টাকা সাশ্রয় হত৷ কিন্তু বেসরকারি সংস্থাকে দিয়ে এলইডি লাইট লাগানোতে বিদ্যুৎ সাশ্রয়ের কারণে যে মুনাফা হয়েছে তাও নিগমের কোষাগারে পৌঁছায়নি৷ তাতে এই এলইডি লাইট লাগিয়ে আদতে রাজ্য সরকারের কি লাভ হয়েছে সে প্রশ্ণই এখন উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *