BRAKING NEWS

স্মার্ট সিটির টাকা ভাগাভাগি নিয়ে কেন্দ্র রাজ্য চাপানউতোর

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ স্মার্ট সিটি প্রকল্প রূপায়নে অর্থ বহন করার বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের মতে স্মার্ট সিটি প্রকল্পে ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বহন করতে হবে কেন্দ্র ও রাজ্যকে৷ কিন্তু, রাজ্যের দাবী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ৯০ঃ১০ অনুপাতই থাকা উচিত৷ এনিয়ে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীকে এক চিঠিতে জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সার্কুলার মোতাবেক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ৯০ঃ১০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হবে৷ সম্প্রতি প্রধানমন্ত্রী শিলংয়ে এনইসি’র বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ৯০ঃ১০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হবে৷ সোমবার মহাকরণে নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীকে এই বিষয়ে চিঠি পাঠানো হলেও এখনও পর্যন্ত মন্ত্রকের তরফে কোনও স্পষ্টিকরণ আসেনি৷ যদি স্মার্ট সিটি রূপায়নে ৫০ঃ৫০ অনুপাতে অর্থ বরাদ্দ করা হয় তাহলে রাজ্যের পক্ষে এই প্রকল্প চালানো সম্ভব নয়৷
এদিন তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিলেও দ্বিতীয় কিস্তির টাকা পাঠাচ্ছে না৷ এদিন তিনি জানান, রাজীব আবাস যোজনায় ঘর নির্মাণ এবং কৈলাসহর ও সোনামুড়ায় টাউনহল নির্মাণের ক্ষেত্রে প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক প্রথম কিস্তির টাকা পাঠিয়েছে৷ কিন্তু, দ্বিতীয় কিস্তির টাকা দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনও পাওয়া যায়নি৷ এই বিষয়েও কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডুকে দ্রুত অর্থ মঞ্জুরের জন্য চিঠি পাঠানো হয়েছে৷ জবাবে তিনি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন৷ ফলে কবে নাগাদ দ্বিতীয় কিস্তির বরাদ্দ মিলবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *