BRAKING NEWS

আসন্ন বিধানসভা ভোটে জোটের পথেই হাটবে পৃথক রাজ্যের দাবীদাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ ২০১৮’র বিধানসভা নির্বাচনে জোট বাধার জন্য তৃণমূল এবং বিজেপি দুইপক্ষই খোলা রাখল আইপিএফটি দল৷ রবিবার এক সাক্ষাৎ করে আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা সংশ্লিষ্ট বিষয় এড়িয়ে প্রকারন্তরে জানান, সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দলীয় গঠন তন্ত্রের কিছু সংশোধনী আনা হয়েছে দলের বৈঠকে৷
ইন্ডিজেনাস পিপসল ফ্রন্ট অব ত্রিপুরা বা আইপিএফটি দলের দুদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক রবিবার কৃষ্ণনগরের দশরথ দেব স্মৃতি প্রেক্ষাগৃহে সমাপ্ত হয়েছে৷ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়৷ দুদিনের এই বৈঠকে সবচেয়ে IPFTআলোচিত এজেন্ডা বা বিষয় ছিল ২০১৮’র বিধানসভা নির্বাচনে আইপিএফটি দলের ভূমিকা নিয়ে৷ অর্থাৎ নির্বাচনে দল একক ভাবে না জোট বেঁধে লড়াই করবে৷ জানা গেছে, বৈঠকে অধিকাংশ নেতৃবৃন্দই আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথেই হাঁটতে চাইছেন৷ বৈঠকে ঠিক হয়েছে জোটের জন্য তৃণমূল এবং বিজেপি উভয়পথই খোলা রাখা হবে৷ তবে যে দলের কাছ থেকে বেশি প্রাধান্য পাওয়া যাবে সে দলের সাথেই জোটে যাবে আইপিএফটি দল৷ এমসিসি বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিনে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় আইপিএফটি প্রধান এনসি দেববর্মা এই প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে জানান সংগঠনকে মজবুত করার লক্ষে দলীয় গঠন তন্ত্রে কিছুটা সংশোধনী এই বৈঠকে আনা হয়েছে৷ এছাড়া দলের আন্দোলন সূচীকে সফল করার ব্যাপারটিও আলোচনা হয়েছে৷ জানা গেছে, আইপিএফটি দলের গঠনতন্ত্রে রাজনৈতিক জোটের ক্ষেত্রে আঞ্চলিক দলের প্রসঙ্গটি উঠেছিল৷ এই বৈটকে রাজনৈতিক জোটের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আঞ্চলিক দলের সাথে নির্বাচনী জোটের প্রসঙ্গটিও দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে৷ এছাড়া দল আগামী ২২ জুন জাতীয় সড়ক ও রেল অবরোধের আন্দোলনসূচী হাতে নিয়েছে৷ ২২ জুন বড়মুড়া রেঞ্জের খামতিং পাড়ায় জাতীয় সড়ক অবরোধ করবে আইপিএফটি দল৷ এই অবরোধ কর্মসূচীকে সফল করে তোলার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে৷ অপরদিকে সম্প্রতি বেশ কিছু নেতা ও কর্মী সমর্থক আইপিএফটি দলে যোগদান করেছে৷ নবাগত নেতৃবৃন্দদের দলের বিভিন্ন শাখা সংগঠনের অন্তর্ভুক্ত করে সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *