পাকিস্তান চাইলে মাত্র পাঁচ মিনিটেই দিল্লিতে হামলা চালাতে পারে : কাদির খান

ইসলামাবাদ, ২৯ মে (হি.স.) : পাকিস্তান চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে হামলা চালাতে পারে ৷ ভারতের প্রতি এমনই হুমকি ছুঁড়ে দিলেন পাকিস্তানের পরমাণু গবেষণার জনক ডঃ আব্দুল কাদের খান৷ তাঁর নেতৃত্বেই ১৯৯৮ সালে প্রথম পরমাণু পরীক্ষায় সফল হয় পাকিস্তান। সেই পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে রাখা এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। তিনিবলেন, রাওয়ালপিন্ডিক কাহুটা এলাকা থেকে মাত্র ৫ মিনিটের মধ্যেই দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে ইসলামাবাদ। ১৯৯৮ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালালেও, তাঁর নেতৃত্বে ১৯৮৪ সালেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়া উল হকের আপত্তিতেই তা হয়ে ওঠেনি। কারণ ১৯৭৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন পরমাণু পরীক্ষায় বাধা দিতে থাকেন জিয়া। তাঁর যুক্তি ছিল, পাকিস্তান পরমাণু শক্তি প্রদর্শন করলে গোটা বিশ্বে একঘরে হতে হবে। বাকি দেশগুলি একজোট হয় চালাতে পারে হামলাও।
আব্দুল কাদির খানের হাত ধরেই পরমাণু শক্তি অর্জন করে পাকিস্তান। কিন্তু তাঁর বিরুদ্ধে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ায় পরমাণু সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে। যে কারণে ২০০৪ সালে প্রেসিডেন্ট পারভজ মুশারফের নির্দেশে গৃহবন্দী করে রাখা হয় তাঁকে। পরমাণু শক্তির জনক হওয়া সত্ত্বেও তাঁর প্রতি পাক সরকারের এই আচরণে ক্ষুব্ধ হন কাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *