আগামী মঙ্গলবার ওপেন হার্ট সার্জারি শরিফের, শুভকামনা মোদীর

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): আগামী ৩১ মে, মঙ্গলবার লন্ডনে ওপেন হার্ট সার্জারি হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের| শরিফের অস্ত্রোপচারের কথা শুক্রবারই ঘোষণা করেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ| তারপরই শনিবার শরিফকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইটারে মোদী লেখেন, `মঙ্গলবার নওয়াজ সাহেবের ওপেন হার্ট সার্জারি| রইল আন্তরিক শুভেচ্ছো| তাঁর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করি|’
শুক্রবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছিলেন, চিকিত্সকরা শরিফের ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন| আগামী মঙ্গলবার এই অস্ত্রোপচার করা হবে| এ জন্য তাঁকে হাসপাতালে এক সপ্তাহ থাকতে হবে| তাই আগেভাগেই নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানিয়ে রাখলেন নরেন্দ্র মোদী|