BRAKING NEWS

দূর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে উত্তপ্ত লেম্বুছড়া

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ সদর উত্তরের মোহনপুর মহকুমার লেম্বুছড়ার বাগবাড়ি এলাকায় বলেরো গাড়ির ধাক্কায় এক  শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ ঘটনা রবিবার সন্ধ্যা নাগাদ৷ জানা যায়, একটি বলেরো গাড়ি বাগবাড়ি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছয়  বছর  বয়সী শিশু কন্যা রেবিকা দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে রেবিকা দেববর্মা গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ শিশু কন্যাটির মৃত্যুর সংবাদে রবিবার সন্ধ্যা থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠতে থাকে৷ ঘটনার পর স্থানীয় জনগণ বিষয়টি লেফুঙ্গা থানার পুলিশকে জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি৷ শেষ পর্যন্ত থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ ঘটনাস্থলে ছুটে রাত দশটার পর৷ এরই মধ্যে দুর্ঘটনার পর থেকে  লেম্বুছড়া বাগবাড়ি এলাকায় ক্ষুব্ধ উত্তেজিত জনতা খোয়াই আগরতলা সড়ক অবরোধ করেন৷ গভীর রাত পর্যন্ত অবরোধ চলতে থাকে৷ শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে গভীর রাতে পথ অবরোধ মুক্ত হয়৷ এলাকাবাসীর দাবি খুনী গাড়ি ও চালককে গ্রেপ্তার করে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ সকাল গড়িয়ে বেলা বাড়তে থাকলেও পুলিশ গাড়িটি আটক করতে পারেনি৷ চালককেও গ্রেপ্তার করতে পারেনি৷ তাতে ফের উত্তেজনা দেখা দেয়৷ উত্তেজিত জনতা বেলা দশটা থেকে পুনরায় বাগবাড়িতে খোয়াই-আগরতলা পথ  অবরোধ করেন৷ তাতে বহু সংখ্যক যানবাহন অবরোধ স্থলের দুপাশে আটকে পড়ে৷ দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত দাস মোহনপুরের এসডিএম জয়ন্ত দেবর্বমা, অতিরিক্ত জেলাশাসক বিশাল পুলিশ ও টিএসআরবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ দুপুর দুটো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের কমর্কাতাদের দফায় দফায় বৈঠক হয়৷ ঐ বৈঠকেও পুলিশের ভূমিকার নিন্দা জানান এলাকার লোকজন৷ পুলিশ অভিযোগ পাওয়ার পরও ঘটনাস্থলে আসেনা বলে অভিযোগ আনা হয়৷ এদিকে, পুলিশের দাবি গাড়ি না থাকার কারণেই নাকি সময়মতো তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেনি৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন গাড়িটি আটক করা হবে৷ এবং চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়৷ সে প্রতিশ্রুতির ভিত্তিতেই শেষ পর্যন্ত বিকেল নাগাদ পথ অবরোধ মুক্ত হয়৷ এদিকে, ময়না তদন্তের পর রেবিকা দেববর্মা নামে ছয় বছরের শিশু কন্যাটির মৃতদেহ আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ এলাকায় এসে পৌঁছতেই গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে  পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *