BRAKING NEWS

স্বস্তিতে হবু ডাক্তাররা, রাজ্যে এবছর মেডিক্যাল অভিন্ন প্রবেশিকা পরীক্ষা

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ আপাতত স্বস্তিতে রাজ্যের হবু ডাক্তাররা৷ চলতি বছর রাজ্য সরকারের মেডিক্যাল কলেজ ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) দিতে হবে না৷ ওই সব সরকারি কলেজে ভর্তি হতে গেলে রাজ্য পরিচালিত জয়েন্টে বসলেই চলবে৷ তবে কেন্দ্র সরকার বা বেসরকারি মেডিক্যাল কলেজে পড়তে গেলে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) দিতে হবে৷ এ বিষয়ে শুক্রবার একটি বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ খবর, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ শিগগিরই এ বিষয়ে অর্ডিন্যান্সও জারি করা হবে৷ এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এ বছর থেকে মেডিক্যাল পড়ার জন্য অভিন্ন প্রবেশিকা (এনইইটি) পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের৷ রাজ্য বা বেসরকারি মেডিক্যাল কলেজগুলি আলাদা কোনও জয়েন্ট নিতে পারবে না৷ পরীক্ষার আগে এই রায়ে চাপে পড়ে পড়ুয়ারা৷ ১৪টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা৷ কথা বলেন কংগ্রেস, বাম, পিডিপি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গেও৷ অবশেষে সুপ্রিম কোর্টের এই রায় চলতি শিক্ষাবর্ষে স্থগিত করার জন্য অর্ডিন্যান্সই আনতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *